Header Ads

বিশাল মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন দেবোলাল গার্লোসা



বিপ্লব দেবঃ হাফলং
শহরে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম তথা দিহাঙ্গী আসনের বিজেপি প্রার্থী দেবোলাল গার্লোসা সহ পার্বত্য পরিষদের চেয়ারপার্সন তথা সেমখর আসনের বিজেপি দলের মহিলা প্রার্থী রানু লাংথাসা। তাছাড়া জেলা বিজেপির সভাপতি তথা দাওটুহাজা আসনের প্রার্থী নিপোলাল হোজাই হাতিখালি আসনের বিজেপি প্রার্থী কুলেন্দ্র দাওলাগাপু হারাঙ্গাজাও আসনের বিজেপি প্রার্থী আমেন্দু হোজাই ওয়াজাও আসনের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাওলাগাপু পূর্ব মাইবাং আসনের মহিলা বিজেপি প্রার্থী নন্দিতা গার্লোসা পশ্চিম মাইবাংঙের বিজেপি প্রার্থী সুব্রত থাওসেন আজ কয়েক হাজার সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন।এদিকে পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম এবং পরিষদের বর্তমান সদস্য তথা লাংটিং আসনের অগপ প্রার্থী দেবজিৎ থাওসেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা হাফলং আসনের অগপ প্রার্থী প্রকান্ত ওয়ারিশা গুঞ্জুং আসনের অগপ প্রার্থী বিজয় সেঙ্গইয়ং অগপ জেলা সভাপতি তথা মাহুর আসনের প্রার্থী বকুল বডো আজ বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার কংগ্রেস বিজেপি অগপ এবং  মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে অনেক নির্দল প্রার্থী রয়েছেন। বিজেপির টিকিট না পেয়ে পূর্ব মাইবাং আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। বিজিত লাংথাসা। তাছাড়া দলং আসন থেকে পরিষদের বর্তমান বিজেপি সদস্য এস টি জেম রাংখল হাতিখালি আসন থেকে বিমল হোজাই নির্দল প্রার্থী হিসেব মনোনয়ন পত্র দাখিল করেন বুধবার।এদিকে মনোনয়নপত্র দাখিল করে পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা বলেন পার্বত্য পরিষদে পুনরায় বিজেপি ক্ষমতায় আসছে।এবারের নির্বাচনে পরিষদের ২৮ টি আসনের মধ্যে ২৮ টি আসন দখল করতে সক্ষম হবে এই মন্তব্য করে দেবোলাল গার্লোসা বলেন পাহাড়ি জেলার উন্নয়নের নিরিখেই বিজেপিকে ভোট দেবেন জেলার মানুষ। এদিকে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরা পরিষদের ২৮ টি আসনের মধ্যে ১৫ টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেন। কংগ্রেসের ১৫ টি আসনের প্রার্থীরা হলেন জুয়েল সেঙ্গইংয় (মাহুর) লালযোয়ামথাং খুবুং (জিনাম) ইগানিং দাইমে (হাঙ্গরুম) হাইজেরাংবে নৃয়ামে (লাইসং) হামজানন লাংথাসা (পূর্ব মাইবাং) অরিপম বডো (কালাচান্দ) দেপোলাল হোজাই (ওয়াজাও) কালীজয় সেঙ্গইয়ং (হাতিখালি) মায়ানন কেম্প্রাই (দিয়ুংব্রা) লালথাং যোশয়া নামপুই (খারতং) লোকমণি লাংথাসা (দিহাঙ্গী) জয়থন লংমাইলাই (গুঞ্জুং) লালথাংজোল যৌতে (লোয়ার খারতং) সেটমিংথাং খংসাই (দিগের) গোপীনাথ গার্লোসা (সেমখর)। পার্বত্য পরিষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন বৃহষ্পতিবার। মনোনয়নপত্র গুলি পরীক্ষা করে দেখা হবে ৪ জানুয়ারি। আগামী ১৯ জানুয়ারি পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.