Header Ads

নতুন বছরে কেন্দ্ৰ অসমের খিলঞ্জীয়া মানুষের স্বাৰ্থ সুরক্ষা করে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্ৰহণ করলঃ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ

অমল গুপ্তঃ গুয়াহাটি
কেন্দ্ৰীয় সরকারের ক্যাবিনেট কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ বলেন, কেন্দ্ৰীয় সরকার অসমবাসীকে নতুন বছরের উপহার দিলেন। অসমের খিলঞ্জীয়া মানুষের স্বকীয় বৈশিষ্ট্য কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণের ব্যবস্থা করে কেন্দ্ৰীয় সরকার  এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। রাজ্যের মানুষের দীৰ্ঘ দিনের আশা-আকাংক্ষা পূরণ হবে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্ৰীয় ক্যাবিনেট কমিটির সিদ্ধান্তের ফলে অসমের মানুষের ৩৫ বছরের দাবি পূরণ হবে। বিগত সরকারের অসম চুক্তি রূপায়নের রাজনৈতিক সদৃচ্ছা ছিল না। অসম বিধানসভা ছাড়াও পৌরসভা, টাউন কমিটি প্ৰভৃতি স্থানীয় বোৰ্ডগুলিতেও আসন সংরক্ষণের ব্যবস্থার জন্য এক উচ্চ পৰ্যায়ের কমিটি গঠন করে অসম চুক্তির ৬ নম্বর ধারা অক্ষরে অক্ষরে রূপায়নের সিদ্ধান্ত নিয়েছে। অসমীয়া ভাষা সংস্কৃতি, ধৰ্মীয় রীতি-নীতি সহ জমির অধিকার প্ৰভৃতি ক্ষেত্ৰেও তা সংরক্ষণের ব্যবস্থা হবে। সেই সঙ্গে স্থানীয় অন্যান্য জনগোষ্ঠীর অধিকারও সুনিশ্চিত হবে। আজকের ক্যাবিনেট কমিটির সিদ্ধান্তে বিটিএডির ২০০৩ সালের বোড়ো চুক্তি রূপায়নের কথাও বলা হয়েছে। বোড়ো জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি কৃষ্টি সংরক্ষণের জন্য এক সংগ্ৰহশালা এবং সংস্কৃতি কেন্দ্ৰ গড়ে তোলা হবে। চালু করা  ‘আরনাই' সুপার ফাষ্ট এক্সপ্ৰেস ট্ৰেন, দূরদৰ্শন ও রেডিও কেন্দ্ৰ উন্নয়ন করা হবে, সামগ্ৰিকভাবে বিটিএডির কল্যাণ সাধিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.