উত্তর কাছাড় পার্বত্য পরিষদের জিনাম ও বরাইল আসনের ১৫টি ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দ্যেশে রওনা হলেন ভোটকর্মীরা
বিপ্লব দেব, হাফলং- উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের জন্য প্রত্যন্ত জিনামভ্যালি বরাইলের উদ্দ্যেশ্যে রওয়ানা হলেন ভোট কর্মীরা। বুধবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮০ টি ভোট গ্রহণ কেন্দ্রের প্রত্যন্ত জিনামভ্যালি আসনের ১২ টি ভোট গ্রহণ কেন্দ্র ও বরাইল আসনের ৩ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। প্রত্যন্ত জিনামভ্যালি ও বরাইল আসনের ভোটকর্মীদের কাছাড় জেলার হরিনগর হয়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে হবে জিনামভ্যালির তিনটি ভোটগ্রহণ কেন্দ্র খুংলুং খুংলাম ও বড়লেইকি কেন্দ্র পর্যন্ত গাড়ি যাওয়ার ব্যবস্থা না থাকায় সেই সব কেন্দ্রে ভোট কর্মীদের পায়ে হেঁটে যেতে হবে। এরমধ্যে পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে প্রায় ৫ ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে ভোট কর্মীদের প্রত্যন্ত জিনামভ্যালির খুংলুং কেন্দ্রে। এদিকে পার্বত্য পরিষদের ২৮০টি ভোটগ্রহন কেন্দ্রের মধ্যে ৭৫ টি কেন্দ্রের ভোটকর্মীরা বৃহস্পতিবার রওনা হবেন এবং বাকি ১৯০টি কেন্দ্রের ভোটকর্মীরা শুক্রবার নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দ্যেশে রওনা হবেন। ১৯ জানুয়ারি সকাল ৭টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা জেলাশাসক অমিতাভ রাজখোয়া। এদিকে পরিষদের ২৮০টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১০৩টি ভোট গ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করার পাশাপাশি ৮৬ টি ভোটগ্রহণ কেন্দ্রকে অতি স্পর্শকাতর এবং ৯১টি কেন্দ্রকে তুলনামূলক ভাবে নিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে জিনামভ্যালির মোট ১২ টি ভোটদান কেন্দ্র অতিস্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাঙ্গরুম ৫টি কেন্দ্রের মধ্যে ৫ টি হাজাডিসা, ৫টি কেন্দ্রের মধ্যে ৫ টি হাডিংমা আসনের ৫ টি ভোটগ্রহন কেন্দ্রের মধ্যে ৫ টি হামরি আসনের ৪ টি-র মধ্যে ৪ টি দিহামলাই আসনের ১২ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রকে অতিস্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের এবার ১ লক্ষ ২২ হাজার ৩৪১ জন ভোটার মোট ১২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করবেন। যারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬১ হাজার ৬০৪ জন। মহিলা ভোটারের সংখ্যা ৬০ হাজার ৭৩৭ জন। এদিকে বৃহস্পতিবার বিকেল ৫ টায় পরিষদের নির্বাচনের প্রচার অভিযান শেষ হচ্ছে তাই বুধবার রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষদের লাংটিং কালাচান্দ মাহুর ও হাফলঙে দলীয় প্রচার ও জনসভায় অংশ নিয়ে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। এদিকে প্রচার অভিযানের শেষদিন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল পরিষদের হারাঙ্গাজাও ওয়াজাও এবং গরমপানি আসনে বিজেপির প্রার্থীর হয়ে জনসভায় অংশগ্রহণ করবেন।








কোন মন্তব্য নেই