Header Ads

নির্বাচনী প্রচারে হাফলঙে এসে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ফোটালেল অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

 
বিপ্লব দেব, হাফলং- উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনের হাতে গোনা বাকি ৩ দিন প্রচার পর্বের শেষ লগ্নে বিজেপির হয়ে ব্যাপক প্রচার চালালেন রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার অৰ্থমন্ত্ৰী শৰ্মা প্রথমে লাংটিং তারপর কালাচান্দ মাহুর ও হাফলঙে বিজেপির প্রার্থীর হয়ে প্রচার চালান। তিনি কংগ্রেসকে তুলোধুনা করে বলেন- দিল্লিতে গান্ধী পরিবার অসমে গগৈ পরিবার ও হাফলঙে লাংথাসা পরিবার কংগ্রেস দলকে চালাচ্ছে। স্বাধীনতার পর থেকে বেশীর ভাগ সময় কংগ্রেস পরিষদে ক্ষমতায় ছিল কিন্তু ডিমা হাসাও জেলার তেমন উন্নয়ন হয়নি। হিমন্ত বলেন- বিকাশের কথা আসলে কোনও ধর্মের কথা আসেনা ‘সব কা সাথ সব কা বিকাশ’ নীতিকে কে সন্মান করে। মন্ত্রী হাফলং টাউন কমিটির মাঠে নির্বাচনী জনসভায় বলেন- বিজেপিকে জয়ী করলে সিআইবিএফ প্রকল্পে হাফলং শহরের উন্নয়নে ১০০ কোটি টাকা দেওয়া হবে। তাছাড়া উমরাংশু নিপকো থেকে উৎপাদিত বিদ্যুৎ থেকে ১২ শতাংশ বিদ্যুৎ পায় রাজ্য সরকার। তাই পরিষদে বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকার ১২ শতাংশ বিদ্যুৎ থেকে ৬ শতাংশ বিদ্যুৎ প্রদান করবে পরিষদের রাজস্ব বাড়ানোর জন্য। তাই ডিমা হাসাও জেলার বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির পাশে দাঁড়িয়ে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন- নির্দল বা অগপকে জয়ী করলে জেলার বিকাশ সম্ভব নয়। এদিন হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের দৃঢ়তার সঙ্গে বলেন- উন্নয়নের নিরিখেই পার্বত্য পরিষদের নির্বাচনে ভোট দেবে জনগণ। মন্ত্রী হিমন্ত বলেন পরিষদের ২৮ আসনের মধ্যে ২৪ টি আসনে বিজেপির জয় নিশ্চিত। এদিনের নির্বাচনী জনসভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পিযুশ হাজরিকা, বোকাজানের বিধায়ক নমুল মমিন, বরখলার বিধায়ক কিশোর নাথ, রাজ্য বিজেপির উপ সভাপতি মিশন রঞ্জন দাস, পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা প্ৰমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.