যাজকদের উপর হামলা, বিলের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন
অৰূপ নাগঃ
তুরা
গত মঙ্গলবার অজ্ঞাতপরিচয় দুস্কৃতিকারীরা তুরার কাছে গারোবাধায় সেণ্টডোমিনিক সেভিওপ্যারিসে। গ্যাংরা গারোপাহারের তিনটি অঞ্চলে গির্জাপ্যারিসে যাজকদের উপর হামলা চালায় এবং কয়েক লক্ষ টাকা লুট করে পালায়। তদন্তের জন্য দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুস্কৃতিকারীরা লোড শেডিংয়ের সুবিধা গ্রহণ করছে, ভোর ৩ টার পর থেকে
লুটতরাজ শুরু হয়। অপরদিকে নাগরিক সংশোধনী বিলের বিরোধিতা করার জন্য যৌথ সংগ্ৰাম কমিটির অধীনে বিভিন্ন সরকারি সংগঠন ১২ ঘন্টা অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিল। ডিসি এবং এসপি অফিস ছাড়া সরকারী অফিসে খুব কম কর্মচারীর উপস্থিতি ছিল। তবে যানবাহন এবং এবিডিতে ধর্মীয় সম্মেলনের আয়োজনে জড়িত মানুষেদের কোনো অসুবিধা হয়নি। সন্ধ্যায় মাত্র কয়েকটি দোকান খোলা হয়। গত পনের দিনের মধ্যে যৌথ সংগ্ৰাম কমিটির দ্বিতীয় অসহযোগ আন্দোলন।









কোন মন্তব্য নেই