Header Ads

অসম চুক্তি খতিয়ে দেখতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের নেতৃত্বে উচ্চ পৰ্যায়ের নতুন কমিটি গঠন


ছবি, সৌঃ জি প্লাস 
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ১৯৮৫ সালের অসম চুক্তির ৬ নং দফা কাৰ্যকরীকরণের জন্য কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের নেতৃত্বে গঠিত হল উচ্চ পৰ্যায়ের এক নতুন কমিটি। ৯ জনের এই বিশেষ কমিটির নেতৃত্বে  রয়েছেন অবসরপ্ৰাপ্ত আইএএস অফিসার এমপি বেজবরুয়া। এছাড়াও আরও অন্যান্যরা হলেন সুভাস দাস, ড০ নগেন শইকিয়া, ধীরেন বেজবরুয়া, মুকুন্দ রাজবংশী, রমেশ বরপাত্ৰগোঁহাই, রংবংতেরাঙ এবং আসুর থেকে একজন প্ৰতিনিধি। তবে কেন্দ্ৰীয় সরকারের নব গঠিত উচ্চ পৰ্যায়ের কমিটিতে আসুর কোনও প্ৰতিনিধি থাকবেন না বলে আসুর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্ৰীয় সরকারের নব গঠিত এই কমিটি অসম চুক্তির সমস্ত কিছু খতিয়ে দেখে আগামী ৬ মাসের মধ্যে রিপোৰ্ট কেন্দ্ৰীয় সরকারের কাছে পেশ করবে। একাজে কমিটিকে প্ৰয়োজনীয় সহায় সহযোগিতা করবে অসম সরকার। এদিকে রবিবার মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল ডিব্ৰুগড় সফরে গেলে তাঁকে সেখানে কালো পতাকা দেখিয়ে ‘সিএম গো ব্যাক’ বলে ধ্বনি দেয় একাংশ প্ৰতিবাদকারী। এই নিয়ে এদিন পরে ১৩ জন প্ৰতিবাদকারীকে গ্ৰেফতার করেছে পুলিশ। অন্যদিকে, রাজ্যের অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বলেছেন-  অন্তত পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ এনআরসির তালিকা থেকে বাদ পড়বে। তালিকা থেকে বাদ যাওয়া মানুষদের ‘জিন্না’ আখ্যা দিয়ে তিনি বলেন-‘ আমি চাইছি ‘জিন্নারা’ এখান থেকে স্বেচ্ছায় চলে যাক।’ প্ৰসঙ্গত, যে সময় এনআরসি নিয়ে গোটা অসম উত্তপ্ত, ঠিক সে সময় বিহুর আনন্দে কোনও দিক দিয়ে ভাটা পরেনি। বলতে গেলে উৎসবে কোনও খামতি চোখে পরেনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.