Header Ads

চিরাঙে ডুইজিং উৎসবে আকৰ্ষিত বলিউডের তারকারা

এলজিবি বিমানবন্দরে মালাইকা অরোরা
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ ডুইজিং উৎসবে সংগীতের জাদুতে মাতালেন সংগীত শিল্পী লাকি আলি। গুয়াহাটিতে একের পর এক উপস্থিত হন বলিউডের মোহময়ী তারাকারা। জনপ্রিয় কণ্ঠশিল্পী লাকি আলী শানিবার চিরাঙে ডুইজিং উৎসবে অংশগ্রহণ করেন। বিমানবন্দরেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায় তার অনুরাগীরা। বিমানবন্দর থেকেই তিনি চিরাংয়ের উদ্দেশ্যে রওনা হন। প্ৰসঙ্গত, চিরাং জেলার আই নদীর ধারে ১২ দিনব্যাপী ডুইজিং উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে লাকি সুরের জাদুতে সবাইকে মাতান। দিন দুইয়েক আগে ডুইজিং উৎসবে যোগ দিতে গুয়াহাটিতে এসেছিলেন বলিউডের অভিনেত্রী তথা মডেল মালাইকা অরোরা। অসমের কলা কৃষ্টি-সংস্কৃতিতে আপ্লুত বলিউডের মুন্নী। উৎসবে অংশ নিয়ে তিনি বোড়ো ভাষায় সবাইকে সম্বোধন করেন। অন্যদিকে এক বিশেষ অনুষ্ঠানে  অংশগ্রহণ করার জন্য  শনিবারই গুয়াহাটিতে উপস্থিত হন বলিউডের আর এক মোহময়ী অভিনেত্রী কঙ্গনা রানাওত। বিমানবন্দরে উপস্থিত হওবার পর  কঙ্গনাকে দেখার জন্য তাঁর অনুরাগীদের ভিড় উপচে পড়ে। তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ফটো তুলে বলেন চারদিকে পাহাড়ে ঘেরা উত্তর পূর্বাঞ্চল তাঁর ভালো লাগে, তিনিও পাহাড়ের মেয়ে। এরপর তিনি গন্তব্য স্থলের দিকে রওনা হন। এরপর কঙ্গনা শক্তি পীঠ কামাখ্যা মন্দিরও দর্শন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.