Header Ads

প্ৰিয়ংঙ্কা গান্ধীকে সক্ৰিয় রাজনীতিতে আনা হল


গুয়াহাটিঃ গান্ধী পরিবারের আর এক সদস্যকে সক্ৰিয় রাজনীতিতে নিয়ে আসা হল। প্ৰাক্তন কংগ্ৰেস সভানেত্ৰী সোনিয়া গান্ধীর কন্যা প্ৰিয়ংঙ্কা গান্ধীকে কংগ্ৰেসের গুরুত্ব পূৰ্ণ পদে বসানো হল। কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী আজ তার বোন প্ৰিয়ংঙ্কাকে নিখিল ভারত কংগ্ৰেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদিকা পদের দায়িত্ব দিলেন। তাকে উত্তর প্ৰদেশের দায়িত্ব দেওয়া হল। সভাপতি রাহুল জানান, উত্তর প্ৰদেশের অনগ্ৰসর এবং দুৰ্বল জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন প্ৰিয়ংঙ্কা গান্ধী। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অসমে কংগ্ৰেসের মধ্যে বরাক-বহ্মপুত্ৰ উপত্যকার মধ্যে বিভাজনের সৃষ্টি হয়েছে। মহিলা কংগ্ৰেসের সৰ্বভারতীয় সভানেত্ৰী তথা শিলচরের কংগ্ৰেস সাংসদ সুস্মিতা দেব প্ৰকাশ্যে ঘোষণা করেছেন, তারা বরাক উপত্যকার সব কংগ্ৰেস কমিটি নাগরিকত্ব সংশোধনী বিলকে সমৰ্থন করবে। তারই বিপরীতে আজ গুয়াহাটিতে উত্তর পূৰ্ব কংগ্ৰেস (এনইসিসিসি) সৰ্ব সন্মতভাবে সিদ্ধান্ত গ্ৰহণ করেছে। বিলটি যাতে রাজ্যসভায়  পাশ না হতে পারে। তার জন্য রাজ্যসভার কংগ্ৰেস সদস্যদের নিৰ্দেশ দিয়ে এক সৰ্বসন্মত প্ৰস্তাব গ্ৰহণ করেছে। বিল অনুযায়ী ২০১৪ সালকে ভিত্তি বছর হিসাবে গ্ৰহণ করা হলে অসমের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.