Header Ads

মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ স্বশাসিত পরিষদের ক্ষমতা বৃদ্ধিকে স্বাগত


গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত আজ ২৩ জানুয়ারি কেন্দ্ৰীয় কেবিনেট কমিটির বৈঠকে সংবিধানের অনুেচ্ছদ ২৮০ ধারা এবং উত্তর পূৰ্বাঞ্চলের পাৰ্বত্য অঞ্চলের ষষ্ঠ তফশিল সংশোধনের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। অসমের ডিমা হাসাও ও কাৰ্বি আংলং স্বশাসিত পরিষদ সহ মেঘালয়, মিজোরাম, ত্ৰিপুরা স্বশাসিত ব্যবস্থা পরিবৰ্তন করে টেরিটরিয়াল কাউন্সিলে উন্নীত করা হল। যা হবে বিটিসির সমপৰ্যায়। তাদের অতিরিক্ত আৰ্থিক তহবিল এবং আসন সংখ্যাও বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল কেন্দ্ৰীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি উত্তর পূৰ্বাঞ্চলের আশা আকাংক্ষা পূরণ করলেন এর ফলে এই অঞ্চলের আৰ্থিক বিকাশ ত্বরান্বিত হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.