Header Ads

পাণ্ডু বন্দরকে ভূটান সরকার ব্যবহার করবে


গুয়াহাটিঃ মালিগাঁও অঞ্চলের পাণ্ডু বন্দর থেকে একদিন দেশ বিদেশে জাহাজ চলাচল করতো। এবার ভূটান সরকার পাণ্ডু বন্দরকে ব্যবহার করে বিদেশে বিভিন্ন সামগ্ৰী পাঠানোর জন্য অসম সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। ড্ৰুক সাটায়ার কৰ্পোরেশন লিমিটেডের সিইও জানিয়েছেন, ব্ৰহ্মপুত্ৰকে ব্যবহার করে তারা বিদেশে ‘জিপসাম' পাঠাতে চাইছে। পাণ্ডু ছিল দেশের মধ্যে অন্যতম উত্তর পূৰ্বাঞ্চলের বন্দর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.