Header Ads

বাক্সা জেলায় ইদুরের মাংস ২০০ টাকা কেজি

গুয়াহাটিঃ নিম্ন অসমের বাক্সা জেলার বাজারে এখন ইদুরের মাংস রমরম করে বিক্ৰি হচ্ছে। খাসি, এবং ব্ৰয়লার মুৰ্গির থেকেও স্থানীয় ইদুরের মাংস সুস্বাদু বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। বাক্সার কুমারিকাটা বাজারে প্ৰতি রবিবার ইদুরের মাংস বিক্ৰি হচ্ছে। নলবাড়ি, বরপেটা জেলাতেও ইদুরের মাংস বিক্ৰির খবর পাওয়া যাচ্ছে। প্ৰতি কেজি ২০০ টাকা। চাহিদাও খুব। কিন্তু দ্ৰারিদ্ৰ পীড়িত বিক্ৰেতারা জানিয়েছে, দৈনন্দিন রুজি রোজগারের জন্য তারা ইদুরের মাংস বিক্ৰি করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.