Header Ads

গুয়াহাটি গ্ৰন্থ মেলায় বাংলাদেশের হাইকমিশনার, সাহিত্যিক শীৰ্ষেন্দু মুখোপাধ্যায় হৰ্ষ দত্ত উপস্থিত থাকবেন

অসম সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি ড০ নগেন শইকিয়াকে জীবন ব্যাপী অবদানের জন্য বিশেষ সন্মান জানানো হবে

গুয়াহাটিঃ অসম প্ৰকাশন পরিষদের উদ্যেগে আগামী ২২ ডিসেম্বর থেকে গুয়াহাটি চান্দমারি ইঞ্জিনিয়ারিং ময়দানে ১২ দিন ব্যাপী ৩২ তম গুয়াহাটি গ্ৰন্থ মেলা অনুষ্ঠিত হবে। এবার এই মেলায় বাংলাদেশের দিল্লীস্থিত হাই কমিশনার মোয়াজ্জিম আলী বিশিষ্ট অতিথি হিসাবে অংশ গ্ৰহণ করবেন। বাংলাদেশের ১০ টি প্ৰকাশক সংস্থা এই মেলায় তাদের গ্ৰন্থের পসরা তুলে ধরবে। পশ্চিমবঙ্গের যশস্বী সাহিতি্যক শীৰ্ষেন্দু মুখোপাধ্যায়, দেশ পত্ৰিকার প্ৰাক্তন সম্পাদক হৰ্ষ দত্ত, ন্যাশনাল বুক ট্ৰাষ্ট অফ ইণ্ডিয়ার ডিরেক্টার ড০ রীতা চৌধুরী প্ৰমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এক সাংবাদিক সন্মেলনে অসম প্ৰকাশন পরিষদের উপাধ্যক্ষ সুমন্ত চলিহা, এবং অসম প্ৰকাশন পরিষদের সচিব প্ৰমোদ কলিতা আজ এ কথা জানান। তারা জানান, এবার গ্ৰন্থ মেলায় অসম সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি ড০ নগেন শইকিয়াকে জীবন ব্যাপী অবদানের জন্য বিশেষ সন্মান জানানো হবে। দেশ বিদেশের ১১১ টি গ্ৰন্থের বিপনী থাকবে। দিল্লী, কলকাতা, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্ৰকাশন সংস্থা আসবে। আগামী ২২ ডিসেম্বর মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এই মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন অসম প্ৰকাশন পরিষদের অধ্যক্ষ তথা শিক্ষামন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য। অসম প্ৰকাশনের সচিব প্ৰমোদ কলিতা জানান, এবার এই গ্ৰন্থ মেলায় কোনও প্ৰবেশ মূল্য লাগবেনা। বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.