Header Ads

চলে গেলেন আসামের নাইটেঙ্গেল দিপালী বরঠাকুর

চেনাই মই যাও দেই

দেবযানী পাটিকরঃ
"স্মৃতি সতত সুখের, সতত বেদনার। তবুও স্মৃতি ফিরে আসে বারবার আমাদের জীবনে। জনপ্রিয় সংগীতশিল্পী আসামের নাইটিংগেল নামে খ্যাত পদ্মশ্রী দিপালী বর ঠাকুরের শুক্রবার মহানগরের এক বেসরকারি হাসপাতালে  মৃত্যু হয় । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর ।অবসান হল একটা সংস্কৃতিক যুগের । শ্বাস জনিত সমস্যার জন্য  গত শনিবারে নেম কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবারে সমগ্র রাজ্যকে কাঁদিয়ে চলে গেলেন ।মাত্র ২৭ বছর বয়সে তিনি আক্রান্ত হন মোটর নিউটন নামে এক জটিল স্নায়ুরোগে ।এর  চিকিৎসা চলে কিন্তু স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠস্বর।আশ্রয় নিয়ে হয় হুইল চেয়ারের।জটিল  রোগে আক্রান্ত থাকার জন্য একসময় সংগীত জগত থেকে বিদায় নিতে হয় এই প্রতিভাবান শিল্পীকে। ১৯৯৬ সালে দিপালী বরঠাকুরের শেষ রেকর্ড করা গান ‘লুইতো নেজাবী বোই’। ১৯৪১ সালের জানুয়ারিতে শিবসাগর জেলার সোনারির নীলমণি চা বাগানে জন্মগ্রহণ করেন দীপালী বরঠাকুর। পিতা বিশ্বনাথ বরঠাকুর ও  মা চন্দ্রকান্তি দেবীর সুকন্যা দিপালী বরঠাকুর। তিনি  তার জাদুকরী কণ্ঠের দ্বারা সবাইকে মুগ্ধ করেছিল ।নবম শ্রেণীতে পড়ার সময়ই তিনি গান শুরু করেছিলেন এবং অনেক কথাছবির গানের কন্ঠদান করেছিলেন। এই কোকিল কণ্ঠী শিল্পীর জীবনের আসে শিল্পীপ্রাণ নীলপবন বড়ুয়া। তাঁদের সুদীর্ঘ  প্রেমময় জীবন ছিলেন সত্যিই সুন্দর।দুজনেই ছিলেন একে অপরের পরিপূরক।এই প্রেমময় জীবন আজকে বিচ্ছিন্ন হয়ে যায়।এক অচিন দেশে পাড়ি দিলেন সঙ্গীতজ্ঞ দিপালী বারঠাকুর।নিয়তির কাছে হার মানলেন দুজনেই।নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে নিজের সমস্ত জীবন দিয়েও চিত্ৰশিল্পী নীলপবন বরুয়া ধরে রাখতে পারলেন না দিপালী বর ঠাকুরকে। জটিল রোগে আক্রান্ত হলেও হারান নি তিনি তার মুখের হাঁসি।তার জনপ্রিয় গানগুলির মাঝে ‘সোনর খারু না লাগে মোক’, ‘জোনধনে  জোনালিতে’, ‘চেনাই মই যাও দেই’, ‘অবন্ধু সময় পালে আমার ফলে’প্ৰভৃতি বিখ্যাত গানের ডালি সাজিয়েছিলেন। দিপালী বর ঠাকুর ১৯৯৮ সালে পদ্মশ্রী সম্মানে, ২০১০  সালে আসাম সরকারের শিল্পী সম্মান,  ২০১২ সালে আইদেউ সন্দিকৈ শিল্পী সম্মান সহ বহু সন্মানে সন্মানিত হয়েছিলেন। কাল নবগ্রহ শ্মশানে দাহ করা হবে দিপলী বরঠাকুরকে। কোকিল কন্ঠী গায়িকা দীপালি বর ঠাকুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিরোধী দলপতি দেবব্ৰত শইকিয়া, সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী নব দলে, জনপ্রিয় কণ্ঠশিল্পী  জুবিন গার্গ সহ আরো অনেকে শোক র প্রকাশ করেছেন।রাষ্ট্ৰীয় মর্যাদায় শনিবার গুয়াহাটিতে অন্তেষ্টিক্ৰীয়া সম্পন্ন হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.