Header Ads

ধুবড়ির শিক্ষাব্ৰতী শীলা দাস চলে গেলেন


গুয়াহাটিঃ বছর দুয়েক আগে চলে গেছেন অসমের বিশিষ্ট শ্ৰমিক নেতা তাপস দাস, এখনও তাঁর শূণ্য স্থান পূরণ হয়নি। গত পরশু চলে গেলেন তাঁর সুযোগ্য পত্নী বিশিষ্ট শিক্ষাব্ৰতী শীলা দাস (৬৮)। তিনি সুদীৰ্ঘ বছর ধুবড়ি ধ্যাপধেপী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছিলেন। তাঁর আগে গোলকগঞ্জ চিলারায় কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। গুয়াহাটি আ্যপ'লো হাসপাতালে গত ১৭ ডিসেম্বর তাকে ভৰ্তি করা হয়েছিল। শ্বাসজনিত কারণ ছাড়াও অন্যান্য কারণে তাকে জরুরীভাবে আইসিইউতে রাখা হয়। এক বিরাট অঙ্কের বিল মিটিয়ে তাকে অ্যাম্বুলেন্সে ধুবড়ি নিয়ে যাওয়ার পথেই বঙ্গাইগাঁও জেলার মধ্যে তাঁর আকস্মিক মৃত্যু হয়।  তাঁর মৃত দেহ ধুবড়ি চাৰ্চ রোডের স্থায়ী বাসস্থানে রাখা হয়েছিল। বহু মানুষ তাঁর মরদেহের প্ৰতি অন্তিম শ্ৰদ্ধা পোষণ করেন। প্ৰয়াত শিক্ষিকা শীলা দাস উচ্চ শিক্ষিতা বিজ্ঞান মনষ্ক, প্ৰখর অধ্যাবসায় সৎ, ভাবমূৰ্তির উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তিনি দুই কন্যা জুই, মৌ ও দুই জামাই দীপক ও মুকুট সহ অসংখ্য গুণমুগ্দ্ধদের রেখে গেছেন। তার মৃত্যুতে ধুবড়ি শহরে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.