Header Ads

৫ দিনের ব্যাঙ্ক ধর্মঘট শুরু হল


পিয়ালী ঘোষ দেঃ ডিব্ৰুগড়
বছর শেষে পাঁচদিনের ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে চিন্তিত ছিল জনগন।ধর্মঘটের জেরে জনজীবন বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে এই ধর্মঘটের প্রথমদিনে অনেকটা স্বাভাবিক ছিল পরিসেবা।গ্রাহকদের বেশি অসুবিধাতে পরতে হয়নি বলে দেখা গিয়েছে। ২১ ডিসেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেদারেসান।ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধি ও সপ্তাহে পাঁচদিন কাজ করার দাবিতে অফিসেরস কনফেদারেসন এই ধর্মঘটের ডাক দিয়েছ।এইদিন গ্রাহকদের ভোগান্তিতে পরতে হইনি।কারন সারা ভারতের সরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের প্রভাব পরলেও,প্রভাব পরেনি বেসরকারি ব্যাঙ্কগুলিতে।তাদের বাবসা কোনওরকম বিঘ্নিত হয়নি। ২২ ডিসেম্বর মাসের শেষ শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকার জন্য এই দুদিন ব্যাঙ্ক পরিষেবা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। সোমবার ২৪ ডিসেম্বর স্বাভাবিক ভাবেই  খোলা থাকবে ব্যাঙ্ক। তবে আবারও ২৬ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওইদিন ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন ।এই সংগঠনের ডাকা ধর্মঘটে এ টি এম পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.