Header Ads

কাৰ্বি আংলঙে এবার খনিজ সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে আন্দোলন


সঙ্গীতা ভৌমিক দাস,
কাৰ্বি আংলং জেলার সদর ডিফুতে সোমবার থেকে আরম্ভ হয়েছে অন্য এক আন্দোলন। কাৰ্বি ছাত্ৰ সন্থার (ইংলংফ) উদ্যোগে ডিফুর ছেমছনছিং ইংতি স্মৃতি উদ্যানে সমবেত হয় শতাধিক প্ৰতিবাদকারী। প্ৰতিবাদকারীরা এবার আন্দোলন করছে জেলার খনিজ সম্পদের লুণ্ঠনের বিরুদ্ধে। প্ৰতিবাদী সভা এবং শোভাযাত্ৰা করে সরকারের দৃষ্টি আকৰ্ষণ করার চেষ্টা চালায় প্ৰতিবাদকারীরা। প্ৰতিবাদকারীদের মূল উদ্দেশ্য কাৰ্বি আংলঙের ধনশিরিতে ওএনজিসি তেল আহরণের জন্য চালানো প্ৰারম্ভিক কাজ বন্ধ করানো। কাৰ্বি আংলঙের খনিজ সম্পদ সরকার লুণ্ঠন চালাচ্ছে বলে অভিযোগ করে কাৰ্বি ছাত্ৰ সন্থার সভাপতি বিজয় বে। বে অভিযোগ করে বলেন যে কেন্দ্ৰীয় সরকারের অংশীদারিত্ব থাকা বোকাজান সিমেণ্ট কারখানার মাধ্যমে ইতিমধ্যে জেলাটিতে বহু জাতিক কোম্পানী লুণ্ঠন চালিয়ে এসেছে। একদিকে সরকার বিকাশ নাকরার অভিযোগ অন্যদিকে উদ্যোগ-বাণিজ্যের বিরnদ্ধে লুণ্ঠনের প্ৰতিবাদ চলছে। এখন জিলার উন্নয়নের গতি কি হবে তা সময়ই নিরূপণ করবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.