Header Ads

পশ্চিম কাৰ্বি আংলঙে হাতীর সন্ত্ৰাস অব্যাহত

হাতীর আক্ৰমনে ফের নিহত ১জন

সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু,
গত কয়েক মাস ধরে পশ্চিম কাৰ্বি আংলং জেলায় হাতীর পাল তীব্ৰ সন্ত্ৰাসের সৃষ্টি করে এসেছে। গত এক মাসে প্ৰায় জ্ঝজন লোক পশ্চিম কাৰ্বি আংলঙে হাতীর আক্ৰমণে প্ৰাণ হারিয়েছে। রবিবার ভোর রাতে পশ্চিম কাৰ্বি আংলঙের ডংকামোকাম রেঞ্জের অধীনে লিংডিং নামের স্থানে হাতীর আক্ৰমণে মিঠুলাল গোয়ালা (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। উল্লেখ্য যে প্ৰায় ৬০-৭০টি হাতীর পাল বৃহত্তর খেরণি অঞ্চলে দাপিয়ে বেরাচ্ছে এবং গত ৪ ডিসেম্বরেও হাতীর আক্ৰমণে ৪ জন নিহত হয়েছিল।

No comments

Powered by Blogger.