Header Ads

রাহুল গান্ধীকে ‘বেইমান' বলার অধিকার বিজেপির নেই, দেশের জন্য প্ৰাণ আহুতি দিয়েছে কংগ্ৰেসঃ প্ৰদ্যুৎ বরদলৈ

পঞ্চায়েত নিৰ্বাচন পৰ্যালোচনায় কমিটি গড়ল প্ৰদেশ কংগ্ৰেস

গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বৃহস্পতিবার দিল্লীতে কংগ্ৰেসের সৰ্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে ‘বেইমান' বলে অপমান করেছেন, অসম বিজেপি সভাপতি রঞ্জিত দাস রাহুল গান্ধীকে ‘ননসেন্স' বলে আপত্তিজনক মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাও রাহুল গান্ধীর বিরপদ্ধে নানা অসংসদীয় শব্দ প্ৰয়োগ করেছেন। তারই প্ৰতিবাদে কংগ্ৰেস দল ফুঁসে উঠেছে। আজ রাজ্য জুড়ে কংগ্ৰেস প্ৰতিবাদ করে প্ৰধানমন্ত্ৰী, বিজেপি সভাপতি এবং মুখ্যমন্ত্ৰীর কুশ পুতুল পোড়ায়। আজ রাজীব ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে প্ৰাক্তন মন্ত্ৰী তথা কংগ্ৰেসের মুখপাত্ৰ প্ৰদ্যুৎ বরদলৈ বিজেপির তীব্ৰ সমালোচনা করে বলেন, দেশের জন্য নিরলসভাবে সংগ্ৰাম করে গেছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, নেতাজী সভাষচন্দ্ৰ বসু প্ৰমুখ হাজারো কংগ্ৰেস মানুষ, তাদেরকে ‘বেইমান' আখ্যা দেওয়ার অধিকার নেই বিজেপির। বিজেপি সরকার অসমে সম্পূৰ্ণভাবে ব্যৰ্থ হয়েছে, বাংলাদেশী বিতাড়ণের অঙ্গীকার করা বিজেপি দল বাংলাদেশীদের সুরক্ষা দিচ্ছে। অঙ্গীকার করেছিল অসমের এক ইঞ্চি মাটিও বাংলাদেশকে দেওয়া হবে না। শেষ পৰ্যন্ত তাও দেওয়া হলো। দেশের সঙ্গে অসমের তৈল ক্ষেত্ৰগুলিও বিজেপি সরকার বেসরকারী কোম্পানীর হাতে তুলে দিয়ে চাইছে। সব দিক থেকে বিজেপির ব্যৰ্থতার ঢাকবার জন্য কংগ্ৰেসের দিকে আঙুল তোলা হচ্ছে। আজ রাজীব ভবনের বৈঠকে পঞ্চায়েত নিৰ্বাচনের ফলাফল নিয়ে পৰ্যালোচনার শেষে এক উচ্চ পৰ্যায়ের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্ৰতিবেদন পেশ করবে। এই কমিটিতে বরাক উপত্যকার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্ৰাক্তনমন্ত্ৰী সিদ্দেক আহমেদ,  ছাড়াও প্ৰাক্তন সাংসদ দ্বীজেন শৰ্মা, প্ৰাক্তন সাংসদ বলেন কুলি, বিধায়ক অজন্তা নেওগ, বিধায়ক রূপজ্যোতি কুৰ্মি, বিধায়ক আব্দুল খালেক, এপিসিসির সাধারণ সম্পাদক প্ৰদ্যুৎ ভূঞা, সাধারণ সম্পাদক দূৰ্গা দাস বড়ো, সাধারণ সম্পাদক দিগন্ত চৌধুরী, সম্পাদক ইমদাদ হোসেন, সম্পাদক বাবুল সনোয়াল, সম্পাদক রূপেশ গোয়ালা, সম্পাদক ভাস্কর দাহাল, এপিসিসির সহ সভাপতি অঙ্কিতা দত্ত এবং সাধারণ সম্পাদক  অপূৰ্ব ভট্টাচাৰ্য। এই কমিটির সদস্যরা রাজ্যে জুড়ে কংগ্ৰেসের নিৰ্বাচনী ফলাফল পৰ্যালোচনা করে কংগ্ৰেসের কাৰ্যনিৰ্বাহক কমিটির কাছে প্ৰস্তাব পেশ করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.