এআইবিওসি-র দেশ জুড়ে ব্যাঙ্ক ধৰ্মঘট, ৫ দিন বনধ থাকবে
গুয়াহাটিঃ অল ইণ্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পৰ্যন্ত ব্যাঙ্ক ধৰ্মঘটের ডাক দিয়েছে। মাঝে এক দিন সোমবার ব্যাঙ্ক খোলা থাকবে। অল ইণ্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারশনের অসম শাখা আজ গুয়াহাটির ভাঙাগড় অঞ্চলে বিক্ষোভ প্ৰদৰ্শন করে। এআইবিওসি-র পক্ষে সম্পাদক দিলীপ কুমার রায় চৌধুরী আজ এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ‘ব্যাঙ্ক কৰ্মীদের দাবি দাওয়া মেটানো হচ্ছে না অথচ ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্ৰহণ করা হচ্ছে না।' নিরব মোদী, মেহুল চৌকসি, বিজয় মালিয়া প্ৰমুখরা কোটি কোটি টাকা ব্যাঙ্কের ঋণ নিয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। প্ৰায় ৫০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পালিয়েছে বড় বড় ব্যবসায়ীরা। তাই রাষ্ট্ৰায়ত্ব ব্যাঙ্কগুলির অবস্থা খুব খারাপ, লোকসানের মুখ দেখতে হেচ্ছ। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্ৰহণ করা হচ্ছে না। ব্যাঙ্কগুলিতে প্ৰায় লক্ষ শূণ্য পদ পূরণ করা হচ্ছে না। হঠাৎ বিমুদ্ৰাকরণ করে অন্যান্য সমস্যাকে ধামা চাপা দিয়ে চাইছে। ব্যাঙ্কের কৰ্মীদের পদোন্নতি সহ কোনও দাবিই মানা হচ্ছে না। তাই এআইবিওসি-বাধ্য হয়ে এই লাগাতার ৫ দিন বনধের ডাক দিয়েছে। এই বনধের দিনগুলিতে ব্যাঙ্ক কৰ্মীরা তাদের আঞ্চলিক এবং প্ৰধান কাৰ্যালয়গুলির সামনে বিক্ষোভ প্ৰদৰ্শন করবে।









কোন মন্তব্য নেই