Header Ads

মেঘালয়ে খণি শ্ৰমিকদের উদ্ধারে বড় পাম্প ব্যবহারের চিন্তা করছে সরকারঃ মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা


ননী গোপাল ঘোষঃ শিলং
 মেঘালয়ের পূর্ব জয়ন্তিযা পাহাড়ের খনিগর্ভে আটকে থাকা খনি শ্রমিকদের উদ্ধারে রাজ্য সরকার এবার বড় পাম্প ব্যবহারের চিন্তা করছে । মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানিয়েছেন, খনি থেকে জল বের করার জন্য এবার বড় পাম্প ব্যবহারের কথা ভাবা হচ্ছে ।কিন্তু বড় পাম্প পরিবহণ করাটাই একটা বড় চ্যালেঞ্জ। উদ্ধারকারীরা খনিতে জলের পরিমাণ কমানোর জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । কিন্তু জল ঢুকতে থাকায় অনবরত পাম্প  করেও জলের পরিমাণ কমানো যাচ্ছে না। তবে খনি বিশেষজ্ঞ জসবন্ত সিংহ গিল পৌঁছে যাওয়ায় মুখ্যমন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন । প্রসঙ্গত, জসবন্ত সিংহ গিলই ১৯৮৯ সালের ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাণিগঞ্জে ৬৪ জন খনিশ্রমিককে উদ্ধার করেছিলেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.