Header Ads

কাৰ্বি আংলং জেলার নগর সমিতির নিৰ্বাচনকে অসাংবিধানিক আখ্যা ২৪টা সংগঠনের

নিৰ্বাচন স্থগিত ঘোষণা নাকরলে ৮ জানুয়ারীতে ১২ ঘন্টা কাৰ্বি আংলং-পশ্চিম কাৰ্বি আংলং জেলা বন্ধর ঘোষণা

সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু, 
আগামী ৮ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা কাৰ্বি আংলং স্বশাসিত পরিষেদর অধিনের ৯টি নগর সমিতির নিৰ্বাচন অসাংবিধানিক আখ্যা দিয়েছে জেলার ২৪টা সংগঠনের ঐক্যবদ্ধ মঞ্চ। আজ কাৰ্বি আংলং জেলা প্ৰেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে সংগঠনগুলো এই দাবী উত্থাপন করে। সংগঠনগুলোর নেতৃবৰ্গ দাবী করে যে, গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে পরিষদকে নিজস্ব ভোটার তালিকা প্ৰস্তুত করে নিৰ্বাচন অনুষ্ঠিত করার নিৰ্দেশ প্ৰদান করেছে। অন্যদিকে, তুলিরাম রংহাং নেতৃত্বাধীন কাৰ্বি আংলং স্বশাসিত পরিষদ এই নিৰ্দেশ অমান্য করে পূৰ্বের ভোটার তালিকাতেই পরিষেদ নিৰ্বাচন অনুষ্ঠিত করাটা সম্পূৰ্ণ অসংবিধানিক এবং গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের নিৰ্দেশের বিরুদ্ধাচরণ করা বলে আখ্যা দেয় সংগঠনগুলোর নেতৃত্ব। কাৰ্বি আংলং স্বশাসিত পরিষেদর কাৰ্যবাহী সমিতি এই সিদ্ধান্ত গ্ৰহণ করার জন্য সংগঠনগুলোর নেতৃবৰ্গ ৰ্ভৎসনা জানায়। সংগঠনগুলো দাবী করে যে ১৯৫৪ সনের নগর সমিতি আইন এবং ১৯৫৮ সনের নগর সমিতি আইনে ষষ্ঠ অনুসূচীর ক্ষমতা এবং আইনকে মান্যতা দেয়না। তাই সংগঠনগুলো এই নিৰ্বাচন স্থগিত রেখে নতুন আইনের অধীনে এবং নতুন ভোটার তালিকার দ্বারা নগর সমিতির নিৰ্বাচন অনুষ্ঠিত করার দাবী জানায়। সংগঠনগুলোর এই দাবী মেনে নানিলে ৮ জানুয়ারীতে ১২ ঘণ্টা কাৰ্বি আংলং জেলা বন্ধর কাৰ্যসূচী গ্ৰহণ করতে বাধ্য হবে বলেও হুংকার দেয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.