Header Ads

২০১৯ বৰ্ষের রংবং তেরাং সমন্বয় পুরষ্কার হোমেন বরগোহাঁইকে

সঙ্গীতা ভৌমিক দাসঃ ডিফু, 
২০১৯ বৰ্ষের ‘রংবং তেরাং সমন্বয় পুরষ্কার প্ৰদান করা হবে অসম সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি বিশিষ্ট কবি, গল্পকার, উপন্যাসিক, প্ৰবন্ধকার, সাংবাদিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবি হোমেন বরগোহাঁইকে। বকলীয়াঘাটের চিংথুর প্ৰকাশন রাজ্যের বিশিষ্ট সাহিতি্যক রংবং তেরাঙের জন্মদিনে বকলীয়াঘাটে বিগত তিন বছর ধরে প্ৰদান করে এসেছে এই পুরষ্কার। ২০১৭ সনে এই বঁটা প্ৰদান করা হয়েছিল অসমের বিশিষ্ট লোক সংস্কৃতির গবেষক ড০ বীরেন্দ্ৰ নাথ দত্তকে। ২০১৮ সনে এই পুরষ্কার প্ৰদান করা হয়েছিল অরুণাচলের বিশিষ্ট সাহিতি্যক য়েছে দরজে ঠংচিকে। আগামী ১২ জানুয়ারিতে বকলীয়াঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্ৰেক্ষাগৃহে সকাল ১০.৩০ নাগাদ রংবং তেরাঙের উপস্থিতিতে বরগোহাঁইকে এই পুরষ্কার প্ৰদান করা হবে বলে আজ এক সংবাদমেলে চিংথুর প্ৰকাশনের বিষয়ববীয়ারা জানতে দেয়। উল্লেখ্য যে এই পুরষ্কারে নগদ অর্থের সাথে স্থানীয় লেখকদের বইর সম্ভার, প্ৰশস্তি পত্ৰ, জাম্বিলী আথন, পহ, জাম্বরং ইত্যাদি কাৰ্বি জাতীয় পোশাক ইত্যাদি প্ৰদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্বজ্যোতি হাজরিকার দ্বারা সম্পাদিত ‘রংবং তেরাঙর প্ৰবন্ধ সংকলন'র তৃতীয় খণ্ড এবং ভবেন কোচের শিশু উপন্যাস ‘পৃথিবীর অতিথি' উন্মোচন করা হবে।         

No comments

Powered by Blogger.