Header Ads

বাংলাদেশে ২৩ ডিসেম্বর একাদশ সংসদীয় ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের


নয়া ঠাহর প্ৰতিবেদন, ঢাকাঃ আগামী ২৩ ডিসেম্বরে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নিৰ্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা রেডিয়ো এবং টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে এই নির্ঘণ্ট প্রকাশ করেন। ভাষণে দেশটির প্ৰধান নিৰ্বাচন কমিশনার বলেন, মনোনয়ন পত্ৰ দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্ৰ যাচাই-বাছাই ২২ নভেম্বর এবং প্ৰাৰ্থিত্ব পদ প্ৰত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। এই প্ৰথম অনলাইনেও মনোনয়ন পত্ৰ জমা দেওয়ার সুযোগ মিলবে। হুদা জানান, দেশ জুড়ে প্ৰায় ৪০ হাজার বুথে একসঙ্গে ভোটগ্ৰহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার কাজে পুলিস ও অন্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও নিয়োগ করা হবে। শহরের কিছু ভোটগ্রহণ কেন্দ্রে সীমিত ভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.