নৰ্থ ইষ্ট বার কাউন্সিলের নতুন অধ্যক্ষ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী
গুয়াহাটিঃ নৰ্থ ইষ্ট বার কাউন্সিলের নতুন অধ্যক্ষ রূপে নিৰ্বাচিত হলেন গৌহাটি হাইকোৰ্টের সিনিয়র এ্যডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মেঘালয়, নাগাল্যাণ্ড, ত্ৰিপুরা, মিজোরাম, অরুণাচল প্ৰদেশ নিয়ে গঠিত বার কাউন্সিলের নিৰ্বাচনে সৰ্বাধিক ভোটে জয়লাভ করেন বিশিষ্ট আইনজীবি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। নাগরিক অধিকার সুরক্ষা সমিতির উপদেষ্টা হাফিজ চৌধুরী সুদীৰ্ঘ বছর অত্যন্ত সুনামের সঙ্গে আইনজীবি হিসাবে দায়িত্ব পালন করছেন। ওয়াকফ বোৰ্ড সহ রাজ্যের বিভিন্ন প্ৰতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি জড়িয়ে আছেন।









কোন মন্তব্য নেই