Header Ads

গুয়াহাটি মহানগরে খেলনা গাড়ি বিস্ফোরণে রহস্য

প্রতীকী ছবি
গুয়াহাটিঃ মহানগরে মণিপুরী বস্তি এলাকায় মঙ্গলবার খেলনা গাড়ি বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয় দেবানি শ্ৰী নামের বছর দশেকের একটি মেয়ে। ডান হাতে গুরুতর আঘাত পেয়েছে দেবানি। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে তাকে কাছেই আৰ্য্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেন্ট নিকলসের ছাত্ৰী দেবানি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পল্টনবাজার থানার পুলিস। কিভাবে ঘটল এই ঘটনা, খেলনা গাড়ি বিস্ফোরণ, না অন্যকিছু, তার তদন্তে নেমেছে পুলিস। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.