শিলংয়ে ১৪ নভেম্বর -১৭ নভেম্বর পৰ্যন্ত আন্তৰ্জাতিক পৰ্যায়ে চেরী ব্লুসম উৎসব
নয়া ঠাহর প্ৰতিবেদনঃ শৈল নগরী শিলং প্ৰাচ্যের স্কটল্যাণ্ড হিসাবে পরিচিত। এখন শীতের মরসুম চেরী ফুলে সেজে উঠেছে পাহাড়ি শহর। জাপানের মতো এই শৈল শহরেও চেরী ব্লুসম উৎসব শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পৰ্যন্ত আন্তৰ্জাতিক পৰ্যায়ে চেরী ব্লুসম উৎসব অনুষ্ঠিত হবে। মেঘালয় সরকারের বন বিভাগ এবং পৰ্যটন বিভাগের যৌথ উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে।









কোন মন্তব্য নেই