Header Ads

আইআইটি গুয়াহাটিতে খাঁচাবন্দি চিতা

ছবি, সৌঃ নিউজ১৮অসম
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অবশেষে খাঁচাবন্দি হল চিতা। বেশ কিছুদিন ধরেই কিছুদিন ধরে আশেপাশের পাহাড় থেকে নেমে এসে গুয়াহাটির আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি)র চত্বরে ঘোরাফেরা করছিল চিতাটি। ফলত শিক্ষাপ্ৰতিষ্ঠানের আবাসনের ছাত্ৰছাত্ৰী, শিক্ষকমহল এবং এলাকার লোকজনদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আইআইটির পরিসরে  বাঘের পায়ের ছাপ স্পষ্ট দেখা গেছে। এ ছাড়াও বাঘটি একটি পরকুপাইনকে খেয়ে ফেলে। ব্যাপারটি বন বিভাগকে জানানো হলে বন বিভাগের কৰ্মীরা দিন কয়েক আগে একটি খাঁচা পেতে রেখেছিলেন। সেখানেই ধরা পড়েছে চিতাটি। গায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে বাঘটির। এ প্রসঙ্গে আইআইসটির জনসংযোগ অধিকারী সন্দীপ শাইকিয়া জানান, বন বিভাগের অক্লান্ত চেষ্টায় চিতাটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছে। বন বিভাগের লোকেরা কিছুদিন ধরেই বাঘটিকে ধরা জন্য চেষ্টা করে চলছিল। বসানো হয় প্রকাণ্ড খাঁচা এবং টোপ হিসেবে রাখা হয়েছিল একটি ছাগল। বন বিভাগের লোকেরা দিনে-রাতে এলাকায় ওপর নজর রেখে চলেছিল যাতে চিতার হামলায় কারও কোনও ক্ষতি না হয়। অবশেষে রবিবার চিতাটি খাঁচাবন্দি হলে তাকে নিয়ে যান বনবিভাগের কৰ্মীরা। তবে চিতাটি ধরা পড়লেও প্ৰতিষ্ঠানটির আশেপাশে আরও বাঘ রয়েছে বলে সন্দেহ করছেন একাংশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.