বাইক দুর্ঘটনায় মৃত দুই
ননীগোপাল ঘোষ, শিলং - রবিবার সন্ধ্যায় মেঘালয়ার রি-ভোই জেলার সুমেরে এক পথ দুৰ্ঘটনায় মৃত্যু হয় অসমের দুই বাইক আরোহীর। ওই দুই বাইক আরোহী (AS OI D 3350 ) শিলং থেকে ফিরছিলেন অসমের গুযাহাটিতে। পুলিশ সূত্রের খবর, বাইকটি দ্ৰুতগতিতে চলার কারণে নিয়ন্ত্রন হারিয়ে ৪ লেন সড়কের ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। ফলে মৃ্ত্যু হয় প্রভাকর মেধি ও সুব্রতা ফুকনের। ওইদিনই শিলঙে গীর্জার শোভাযাত্রার উদ্দেশে রওনা হওয়া একটি যাত্রীবাহী বাস ( MLO1 6848 ) পম্মুরাতে উল্টে গেলে আহত হন জনা ৩৫ গীর্জা যাত্রী। বাসটিতে সওয়ার ছিলেন প্রায় ৬০ জন। এরপরে ১০৮ অ্যাম্বুলেন্স সার্ভিসের সাহায্যে আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি এবং পরে স্থানান্তরিত করা হয়।








কোন মন্তব্য নেই