Header Ads

গোপীনাথ বরদলৈ আন্তৰ্জাতিক বিমানবন্দরে বৃহৎ পরিমানের সোনা উদ্ধার



দেবযানী পাটিকর, মালিগাঁওঃ মহানগরের বড়ঝারের গোপীনাথ বরদলৈ আন্তৰ্জাতিক বিমানবন্দরে রবিবার উদ্ধার হল বৃহৎ পরিমাণের সোনা। সিআইএসএফএর জওয়ানরা নিয়মিত তল্লাশি চালানোর সময় লাল থিথাল লিয়ানা নামের এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার করে বৃহৎ পরিমাণের সোনা।  বিমানবন্দর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার বিমানের (এআই730) যাত্রী ছিল আইজল থেকে আসা ধৃত ওই ব্যক্তি। প্ৰসঙ্গত, ধৃত ব্যক্তি লাল থিথাল লিয়ানা বিমানবন্দর থেকে যখন কলকাতা যাচ্ছিল সে সময় সিআইএসএফ এর জওয়ানরা বিমানবন্দরে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। তখনই সন্দেহ হলে সেনা জওয়ানরা ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালায়। উদ্ধার হয় বৃহৎ পরিমাণের সোনা। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। তাকে জীজ্ঞাসাবাদে তার কাছ থেকে জানা যায় আইজল থেকে গুয়াহাটি আসার সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আইএসবিটিতে এই বৃহৎ পরিমাণের সোনা  তাকে দিয়েছিল কলকাতা নিয়ে যাবার জন্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.