সমাজকর্মীর ওপর আক্রমণের প্রতিবাদে সভা শিলঙে
ননী গোপাল ঘোষ, শিলং- মেঘালয়ার পরিচিত সমাজকর্মী এগনেস খারসিং ও তাঁর বান্ধবী অমিতা সাংমার ওপর বৃহস্পতিবার প্রাণঘাতী হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তাঁরা দুজন অবৈধভাবে কয়লা খননের অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলেন পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের সোসিরিয়েতে (Sohshrieh )। সেখানেই একদল দুষ্কৃতী তাঁদের ওপর প্রাণঘাতী হামলা চালায়। তার জেরে গুরুতরভাবে আহত হন এগনেস খারসিং ও অমিতা সাংমা। বর্তমানে এগনেস ও অমিতা দুজনেই ভর্তি রয়েছেন শিলঙের নেইগ্রিমসে। শনিবার সকালে শিলঙের বিভিন্ন সামাজিক সংগঠনের তরফে এই প্রাণঘাতী হামলার প্রতিবাদে এক পথসভার আয়োজন করা হয় শহরের বিবেকানন্দ রোডের পার্কিং লটে। এই পথসভায় অংশগ্রহণকারী বিভিন্ন বক্তা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। প্রসংগত, এখন অবধি এই ঘটনায জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।










কোন মন্তব্য নেই