নির্বাচন আয়োগকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ গৌহাটি হাইকোর্টের
বিপ্লব দেবঃ হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচন নিয়ে অবশেষে গৌহাটি হাইকোর্ট চূড়ান্ত রায় ঘোষনা করল বৃহষ্পতিবার। আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করার রাজ্যের নির্বাচয়ন আয়োগকে নির্দেশ দেয় গুয়াহাটি হাইকোর্ট। অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির নির্দেশ মর্মে গত ৩১ মে রাজ্য সরকার বিজেপি শাসিত উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যাকাল ছয়মাস বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার প্রেক্ষিতে প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফংলবার এক জনস্বার্থ মামলা করেছিলেন। মামলা নম্বর ৩৬/২০১৮-র চূড়ান্ত রায় দান করে বৃহষ্পতিবার গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আজ্জি কুত্তিরা বোপান্নার ডিভিশন ব্যাঞ্চ রাজ্যের নির্বাচন আয়োগকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দ্বাদশ পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করে সমগ্র নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়। সমরজিৎ হাফলংবার জানিয়েছেন গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতির ডিভিশন ব্যাঞ্চ তার দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বৃহষ্পতিবার যে চূড়ান্ত রায় দিয়েছে এতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে ৩১ জানুয়ারির নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে তবে যদি জরুরিকালীন বিষয় সামনে আসে তাহলে ১৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোন অবস্থায় পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করে নতুন পরিষদ গঠন করতে হবে। তবে তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে হতে হবে বলে রাজ্যের নির্বাচন আয়োগকে নির্দেশ দেন আজ্জি কুত্তিরা বেপোন্না। উল্লেখ্য গত ৩ জুন বিজেপি শাসিতষএকাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যকাল শেষ হলে রাজ্যসরকার বিজেপি শাসিত পরিষদের কার্যকাল আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য বাড়িয়ে। আগামী ৩ ডিসেম্বর বিজেপি শাসিত পার্বত্য পরিষদের ছয় মাসের বর্ধিত কার্যকাল শেষ হচ্ছে তবে এবার গৌহাটি হাইকোর্টের পরিষদ নির্বাচনের চূড়ান্ত রায় দানের পর ৩ ডিসেম্বর পার্বত্য পরিষদের কার্যকাল নিয়ে অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি কি সিদ্ধান্ত গ্রহন করেন তা হবে লক্ষ্যনীয় বিষয়।









কোন মন্তব্য নেই