Header Ads

মুখ্যমন্ত্ৰীর সরকারি আবাসে আজও পঞ্চায়েত বৈঠক,বিজেপির ১১০ জন তত্বাবধায়ক নিয়োগ

কংগ্ৰেস প্ৰচারাভিযানে ১ নম্বরে আছে, প্ৰাৰ্থীর তালিকা দাখিল আজ থেকেই শুরু হল
বিজেপি বিরোধীশক্তিকে একজোট করার আহবান বদরুদ্দিন আজমলের

অমল গুপ্ত, গুয়াহাটিঃ
অসমে পঞ্চায়েত নিৰ্বাচনকে কেন্দ্ৰ করে শাসক বিজেপি শরিক দল অগপ, কংগ্ৰেস, এআইইউডিএফ সহ বিভিন্ন দলের মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। রাজ্যের পুলিশ প্ৰধান কুলধর শইকিয়া আজ বলেছেন, পঞ্চায়েত নিৰ্বাচন শান্তিপূৰ্ণভাবে করার জন্য ২৬ জেলার পুলিশ সুপারকে নিৰ্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনী ব্যবস্থা করা হয়েছে। প্ৰয়োজনে বাইরের রাজ্য থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী আনা হবে। শান্তিপূৰ্ণভাবে পঞ্চায়েত নিৰ্বাচন করার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে বেআইনী অস্ত্ৰ-শস্ত্ৰ বাজেয়াপ্ত করা হবে। এআইইউডিএফ দলের কোর কমিটির বৈঠক আজ বিধায়ক আবাসগৃহে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সব বিধায়ক এবং সাংসদরা উপস্থিত ছিলেন। জেলায় সে সব এলাকায় এআইইউডিএফ-এর স্থিতি মজবুত, প্ৰাৰ্থীদের জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল সেই সব জায়গায় প্ৰাৰ্থী দেওয়ার কথা ঘোষণা করেন সভাপতি বদরুদ্দিন আজমল। তিনি বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে নিৰ্বাচনে অবতীৰ্ণ হওয়ার আহবান জানান। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, বিজেপি সভাপতি রঞ্জিত দাস, নৰ্থইষ্ট ডেমোক্ৰেটিক এ্যালায়েন্সর চেয়ারম্যান তথা মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা প্ৰমুখ আজ দ্বিতীয় দিনও মুখ্যমন্ত্ৰীর সরকারি আবাসে পঞ্চায়েত নিৰ্বাচন নিয়ে গুরুত্বপূৰ্ণ বৈঠকে বসেন। বৈঠক শেষে বিজেপি সভাপতি রঞ্জিত দাস জানিয়েছেন, তারা ১১০ জন তত্বাবধায়কে নিযুক্তি দিয়েছেন। তারা প্ৰতিটি নিৰ্বাচন কেন্দ্ৰে গিয়ে প্ৰাৰ্থীদের খোঁজ নিয়ে তাদের প্ৰাৰ্থীত্ব দেওয়ার ব্যাপারে প্ৰাথমিক সিদ্ধান্ত নেবেন। ১২ ডিসেম্বর গণনার দিন পৰ্যন্ত কেন্দ্ৰগুলিতে শিবির পেতে থাকবে। তাদেরকে পূৰ্ণ কৰ্তৃত্ব দেওয়া হয়েছে। বিজেপির তৃণমূল পৰ্যায়ের কৰ্মীরা বিজেপির প্ৰতিকুল পরিস্থিতির কথা চিন্তা করে অগপর সঙ্গে সমঝোতার পরামৰ্শ দিয়েছে। সে দিকে লক্ষ্য রেখে আজ সভাপতি বলেন, অগপর সঙ্গে তারা নিৰ্বাচনী সমঝোতা করতে চায়, দরজা তারা খোলা রেখেছে। কিন্তু শরিক দল অগপ অধিকাংশ কৰ্মী নেতা কোনও ভাবেই বিজেপির সঙ্গে সমঝোতা করতে চাইছে না। অগপর ৩ মন্ত্ৰী বিপাকে পরে গেছেন। তাদের মন্ত্ৰীত্ব ছেড়ে দেওয়ার জন্য চাপ আসছে তৃণমূল পৰ্যায় থেকে। এইমুহূৰ্তে কংগ্ৰেস প্ৰাৰ্থী নিৰ্বাচনেরক্ষেত্ৰে ১ নম্বরে আছে। জেলা ও ব্লক পৰ্যায়ের প্ৰার্থী মনোনয়নের প্ৰক্ৰিয়া শুরু হয়ে গেছে। আজ শনিবার প্ৰাৰ্থীদের প্ৰাথমিক তালিকা রাজ্যিক কংগ্ৰেস নিৰ্বাচন কমিটির কাছে দাখিল করেছে বলে কংগ্ৰেস মুখপাত্ৰ ঋতুরাজ কোঁয়র জানান। তিনি বলেন আগামী ১২ নভেম্বর নিৰ্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর প্ৰাৰ্থীদের তালিকা অনুমোদন জানানো হবে। কোঁয়র জানান ৪২০ টি জেলা পরিষদের সদস্যদের মনোনয়নের ক্ষেত্ৰে 3জনের প্যানেল তৈরি করা হয়েছে। তিনি জানান, কংগ্ৰেসের পৰ্যবেক্ষক হরিশ রাওয়াত রাজ্যের বরাক-ব্ৰহ্মপুত্ৰের অধিকাংশ জেলাই প্ৰচারাভিযান চালিয়েছে। বরাককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত পঞ্চায়েত নিৰ্বাচনে কংগ্ৰেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অৰ্জন করেছিল। এবারও কংগ্ৰেসের ফল ভালো হবে বলে কোঁয়র দাবি করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.