প্ৰয়াত কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অনন্ত কুমার
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ প্ৰয়াত হলেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী তথা বরিষ্ঠ বিজেপি নেতা অনন্ত কুমার। বেঙ্গালুরু স্থানীয় এক হাসপাতালে রবিবার রাত ২ টো নাগাদ তাঁর মৃত্যু হয়। দীৰ্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। আমেরিকার নিউইয়ৰ্ক শহরে ক্যান্সার ইনস্টিটিউটে তাঁর চিকিৎসা চলছিল। গত মাসেই তিনি ভারতে ফেরেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। জীবনের শেষ মুহূৰ্তে তাঁর সঙ্গে ছিলেন স্ত্ৰী তেজশ্বিনী এবং দুই কন্যা। শেষ শ্ৰদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তাঁর মরদেহ রাখা হবে বেঙ্গালুরুর ন্যাশনাল কলেজে। বেঙ্গালুরু কেন্দ্ৰ থেকে পাঁচবার তিনি সংসদ হয়েছেন। মোদি সরকার আসার পর ২০১৪র মে থেকে কেন্দ্ৰের রাসায়নিক এবং সার বিভাগের মন্ত্ৰক তাঁর হাতে ছিল। এরপর ২০১৬র জুলাই থেকে সংসদীয় বিষয়ক মন্ত্ৰী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বহু নেতা মন্ত্ৰী সোশ্যাল মিডিয়ায় শোক প্ৰকাশ করেছেন।









কোন মন্তব্য নেই