Header Ads

পার্বত্য পরিষদের কর্মচারীদের বকেয়া দশ মাসের বেতন মিটিয়ে দিল রাজ্যসরকার

বিপ্লব দেবঃ হাফলং
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নর্মাল সেক্টরের প্রায় দুই হাজার কর্মচারীর ১০ মাসের বকেয়া বেতনের টাকা সহ পার্বত্য পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুয়িটির টাকা মিটিয়ে দিল রাজ্যসরকার। রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব ডি সি দাস এক পত্র মারফত জানান পরিষদ কর্মচারীদের ১০ মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য এককালীন আর্থিক অনুদান ৬৫ কোটি টাকা এবং পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারীর গ্র্যাচুয়িটি বাবদ এককালীন আর্থিক অনুদান ১২ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়। উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ইএম স্যামুয়েল চাংসন সংবাদ মাধ্যমকে জানান উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ইতিহাসে তার আগে কখন রাজ্যসরকার এককালীন আর্থিক অনুদান বাবদ এত টাকা মিটিয়ে দেয় নি। এবার রাজ্যসরকার বকেয়া বেতন ও গ্র্যাচুয়িটি বাবদ মোট ৭৭ কোটি টাকা মিটিয়ে দেওয়ায় পার্বত্য পরিষদের কর্মচারীদের বেতন সমস্যার সমাধান হয়েছে এর জন্য স্যামুয়েল চাংসন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও পরিষদের সিইএম দেবোলাল গার্লোসাকে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.