অয়েল ইন্ডিয়াকে ৩-১ গোলে হারাল মহমেডান
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ মহানগরের নেহরু স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ৬৫ তম বরদলৈ ট্ৰফির ফাইনাল ম্যাচে অয়েল ইন্ডিয়াকে ৩-১ গোলে হারিয়ে ট্ৰফি পকেটে ভরল কলকাতার মহমেডান স্পোৰ্টিং ক্লাব। জয়ী দল ৩ লক্ষ টাকার পুরস্কার পায়। এছাড়াও গোলকিপার লাল্টু মণ্ডল এবং ঘানার স্ট্ৰাইকার ফিলিপ আজা যথাক্ৰমে সেরা গোলকিপার এবং ম্যান অব দ্য টুৰ্নামেন্টের খেতাব পান। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে অয়েল ইন্ডিয়ার হয়ে এক গোল দিয়ে ব্যবধান কমান মিলন বোড়ো। মরশুমের প্ৰথম ট্ৰফি জয় মহমেডান উৎসৰ্গ করল অসমের তিনসুকিয়ায় কয়েকদিন আগে নিহত পাঁচ বাঙালিকে।
কোন মন্তব্য নেই