Header Ads

মেঘালয়াতে আক্রান্ত সমাজকর্মী

ননী গোপাল ঘোষ, শিলং- মেঘালয়াতে রাজ্যের পরিচিত সমাজকর্মী এগনেস খারশিঙের (Agnes Kharshiing) উপর প্রাণঘাতী হামলা। এগনেস এবং তাঁর এক বান্ধবীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রাজ্যের পূর্ব-পশ্চিম জয়ন্তিযা পাহাড়ের (East -West Jaintia hills )কয়লা খনি এলাকায় এগনেস ও তাঁর বান্ধবী ওখানে গিয়েছিলেন অবৈধভাবে কয়লা খননের অভিযোগ খতিয়ে দেখতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ। হামলাকারীরা শাবল, গাঁইতি নিয়ে তাঁদের উপর হামলা চালায় বলে প্রাথমিকভাবে সূত্রের খবর। অচৈতন্য অবস্থায় এগনেসকে সীমান্তবর্তী এলাকা সোসিরিয়ে ( Sohshrieh ) থেকে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে উদ্ধার করে প্রথমে জোয়াই ( Jowai ) সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিত্সার জন্য খবর লেখা অবধি হয় শিলঙের নেইগ্রিমস (NEIGRIHMS) নয়তো গুযাহাটিতে স্থানান্তরিত করার কথা বলা হয়। এগনেসের মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে সূত্রের খবর। রাজ্যে অবৈধভাবে কয়লা খনন বন্ধ করার দাবিতে সরব ছিলেন এগনেস। প্রসংগত , ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল মেঘালয়াতে অবৈধভাবে কয়লা খননে নিষেধাজ্ঞা জারি করেছে। এগনেস একজন আরটিআই ( RTI ) আন্দোলনকারিও। মহিলাদের বিরুদ্ধে যে কোনও অত্যারের বিরুদ্ধে বরাবরই সরব থাকতে দেখা গেছে তাঁকে। তাঁর ওপর হামলার ঘটনাকে রাজ্যের শাসকজোটের তরফে তীব্র নিন্দা করা হয়েছে। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানিয়েছেন পুলিশ - প্রশাসনকে তদন্ত ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.