Header Ads

আলফা জড়িত নয়, তৃতীয় পক্ষ জড়িত দাবি অনুপ চেতিয়ার

তৃণমূল কংগ্ৰেসের শোকসভায় পশ্চিমবঙ্গের মন্ত্ৰী ফিরহাদ হাকিম ধলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন

গুয়াহাটিঃ তিনসুকিয়া জেলার ধলার বিসনিমুখ খেরবাড়ি গ্ৰামের নৃশংস হত্যাকাণ্ডের ফলে পাঁচজন বাঙালি নিহত হয়েছিলেন। আজ পৰ্যন্ত প্ৰকৃত অপরাধীকে গ্ৰেফতার করতে পারেনি পুলিশ। গত পরশু ঐ গ্ৰামে আদ্যশ্ৰাদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আলোচনাপন্থী আলফা নেতা অনুপ চেতিয়া, প্ৰবাল নেওগ সহ বহু সংগঠনের নেতারা সেখানে উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।  রাজ্যের এই ঘটনার প্ৰেক্ষিতে নানা প্ৰতিক্ৰিয়া চলছেই। আজ তৃণমূল কংগ্ৰেসের পক্ষ থেকে গুয়াহাটিতে শোকসভার আয়োজন করা হয়। পশ্চিম বঙ্গের মন্ত্ৰী ফিরহাদ হাকিম এই শোকসভায় মিলিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জ্ঞাপন করে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণের দাবি জানান। তৃণমূল কংগ্ৰেসের রাজ্যিক ভারপ্ৰাপ্ত সভাপতি গোপীনাথ দাস এবং সোনারুল শাহ মোস্তাফা এই শোকসভার কথা জানান। অপরদিকে ‘বঙ্গভাষী অসমীয়া সমাজ' নামে এক সংগঠনের এক সভায় আলোচনাপন্থী আলফা নেতা অনুপ চেতিয়া আজ দৃঢ়তার সঙ্গে জানান, ধলার ঘটনার সঙ্গে আলফা কোনও ভাবেই জড়িত নয়। সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তৃতীয় কোনও পক্ষ জড়িয়ে আছে বলে তাদের সন্দেহ। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। আলফা বিবৃতি দিয়ে দাবি করেছে, এই ঘটনায় তারা জড়িত নয়। সেই দাবিই যথাৰ্থ বলে অনুপ চেতিয়া মন্তব্য করেন। আলফা এখনও শক্তিশালী, তাদের দাঁতের এখনও ধার আছে এমন মন্তব্যও করেন। তিনি বলেন, অসমীয়া বাঙালির মধ্যে ভুল বোঝাবুঝির জন্য তৃতীয় পক্ষের ষড়যন্ত্ৰ আছে। আলফার আলোচনাপন্থী সভাপতি অরবিন্দ রাজখোয়াও অসমীয়া বাঙালির সম্পৰ্ক দৃঢ় করার উপর জোর দেন। বঙ্গবাসী অসমীয়া সমাজের প্ৰধান প্ৰদীপ সেন শৰ্মা, তিনি অভিযোগ করেন, ধলার ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্ৰ লুকিয়ে আছে। তিনি নিয়াকে (এন আই এ) দিয়ে এই ঘটনার তদন্তর দাবি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.