নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ কে ঘিরে সরকারের ভাবমূৰ্তি বিনষ্ট হচ্ছে, আলফার জনপ্ৰিয়তা বাড়ছে
কেন্দ্ৰের তিনটি মন্ত্ৰক বিলটি অসাংবিধানিক বলে যৌথ কমিটির কাছে প্ৰতিবেদন দাখিল করেছে
গুয়াহাটিঃ প্ৰস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ কে কেন্দ্ৰ করে রাজ্য জুড়ে প্ৰতিবাদ চলছে। আসু, কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিসহ ২৮টি জাতীয়তাবাদী সংগঠন সেই সঙ্গে বিজেপি সরকারের শরিক দল অগপও রাজ্যে গণ আন্দোলন চালাচ্ছে। এই বিল লাগু হলে অসমে বাঙালি হিন্দুদের দাপট বাড়বে, ভূমিপুত্ৰ, খিলঞ্জিয়াদের অস্তিত্ব বিপন্ন হবে। এই আশংঙ্খাই আলোচনাপন্থী, স্বাধীন আলফাও পথে নেমেছে। সংবিধান বিরোধী বেআইনি সংগঠন আলফা (স্বাধীন) র জনপ্ৰিয়তা বেড়েই চলেছে। উজান অসমের ডিব্ৰুগড়, তিনসুকিয়া, গোলাঘাট নিম্ন অসমের ওদালগুড়ি প্ৰভৃতি জায়গায় বেশ কয়েকজন যুবক আলফায় যোগ দিয়েছে বলে পুলিশ সূত্ৰ দাবি করেছে। রাজ্যপুলিশের বিশেষ শাখার ডিজিপি পল্লব ভট্টাচাৰ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্ৰ করে আলফার জনপ্ৰিয়তা বাড়ছে। পুলিশ জেলাগুলিতে তীক্ষ্ণ নজর রেখেছে। আইন শৃংঙ্খলা পরিস্থিতি যাতে অক্ষুন্ন থাকে তার জন্য সব ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। দিল্লীর সূত্ৰ দাবি করেছে, নাগরিকত্ব সংশোধনী বিল ধৰ্মীয় দৃষ্টিকোণের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। অসম চুক্তিকে লংঙঘন করেছে। তা সাংবিধানিকভাৱে বৈধ নয়। আইন মন্ত্ৰক, বিদেশ মন্ত্ৰক এবং গৃহ মন্ত্ৰক এই বিলের তীব্ৰ বিরোধিতা করে সংসদীয় যৌথ কমিটির কাছে প্ৰতিবেদন দাখিল করেছে। বৈদেশিক মন্ত্ৰক বলেছে, প্ৰতিবেশী রাজ্য বাংলাদেশের সঙ্গে সমঝোতা ছাড়া বিলটির কোনও মূল্য নেই। এর পরেও সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা মিরাটের সাংসদ রাজেন্দ্ৰ আগরওয়ালা জানিয়েছেন, সংসদের শীতকালীন অধিবেশন হবে এই সরকারের শেষ অধিবেশন। বিলটি সংসদে দাখিল ছাড়া তাদের সামনে কোনও বিকল্প নেই। তবে বিলটির বিরোধিতা করার সুযোগ আছে। প্ৰস্তাবিত বিলকে কেন্দ্ৰ করে অসমের জাতীয়তাবাদী মহল সরসরিভাবে দিশপুরে বিজেপি সরকারের বিরোধিতায় নেমেছে। পঞ্চায়েত নিৰ্বাচনে বিরূপ প্ৰভাব পড়বে বলে রাজনৈতিক মহলের অভিমত। এই বিলকে কেন্দ্ৰ করে বরাক-ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার মধ্যে বিভাজন বেড়েই চলেছে। বিজেপি সরকার কেন্দ্ৰের চাপে পরেই হয়তো তাদের স্থিতি স্পষ্ট করছে না। পরিস্থিতি ক্ৰমশ খারাপ হচ্ছে। আলফা (স্বাধীন)র মতো বেআইনি সংগঠনো পরিস্থিতির সুযোগ নিচ্ছে।









কোন মন্তব্য নেই