Header Ads

নোটবন্দির জেরে দেশের অর্থনৈতিক অবস্থায় ব্যাপক প্রভাব পড়েছেঃ কালীজয়


বিপ্লব দেবঃ হাফলং
নোটবন্দির মত সরকারের অগনতান্ত্রিক অর্থনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরব হয়ে উঠল ডিমা হাসাও জেলা কংগ্রেস। হাফলং রাজীব ভবনে শুক্রবার এক সাংবাদিক সন্মেলনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সম্পাদক কালীজয় সেঙ্গইয়ং ২০১৬ সালের ৮ নভেম্বর মধ্যরাতে নোটবন্দির যে সিদ্ধান্ত গ্রহন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর তীব্র সমালোচনা করেন। কালীজয় সেঙ্গইয়ং বলেন নোটবন্দি দুই বছর পূর্ণ হওয়ার পর ও নোটবন্দির প্রভাব থেকে বের হতে পারেনি ডিমা হাসাও জেলার মানুষ। এমনকি গোটা দেশের সাধারন মানুষ নোটবন্দির প্রভাব থেকে মুক্ত হতে পারেনি মন্তব্য করে কালীজয়। সরকারের এই সিদ্ধান্তের জন্য দূর্ভোগের  মধ্যে পড়েছেন দরিদ্র মানুষ এমনকি ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়ীরা এই নোটবন্দির জেরে ব্যাপক দূর্ভোগের মধ্যে পড়েন। নরেন্দ্র মোদী ঘোষনা করেছিলেন নোটবন্দি হওয়ার পর বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনা হবে এমন কি নোটবন্দির জেরে উগ্রপন্থী সংগঠন গুলিকে ফান্ডিং করা বন্ধ হয়ে যাবে। কিন্তু নোটবন্দির দুই বছর পূর্ন হওয়ার পর স্যুইস ব্যাঙ্কে থাকা কালো টাকা ফিরিয়ে আনতে সম্পূর্ণ ব্যর্থ সরকার এমনকি যাদের হাতে কালো টাকা রয়েছে তাদের কাউকে গ্রেফতার করতে ও ব্যর্থ হয়েছে সরকার। তিনি বলেন নোটবন্দির ফলে দেশের অর্থনৈতিক অবস্থা তালানিতে গিয়ে ঠেকেছে। এমনকি নোটবন্দির প্রক্রিয়ায় অনেক মানুষের প্রান গিয়েছে বলে উল্লেখ করেন কালীজয় সেঙ্গইয়ং। সাংবাদিক সন্মেলনে কংগ্রেস নেতা ডেনিয়েল লাংথাসা বলেন প্রধানমন্ত্রী বলেছিলেন নোটবন্দির পর কালো টাকা ফিরিয়ে আনা হবে এবং নোটবন্দির দরুন জঙ্গি সংগঠন গুলির অর্থের যোগান বন্ধ হয়ে যাবে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির মন্তব্য কালো টাকা ফিরিয়ে আনার জন্য নোটবন্দি করা হয়নি ডিজিটাল ব্যাঙ্কিং প্রমোট করার জন্য নোটবন্দি ছিল। কিন্তু ডিমা হাসাও জেলায় ডিজিটাল ব্যাঙ্কিং সম্পূর্ণ মুখ থুবরে পড়েছে এমনকি নোটবন্দির পর ডিমা হাসাও জেলায় এখন পর্যন্ত নতুন ১০০ টাকা ২০০ টাকার নোট পর্যাপ্ত আসেনি যার প্রভাব পড়েছে বাজারে খুচরোর সমস্যা এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাহাড়ি জেলায় এমনকি ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে পড়েছে নোটবন্দির জেরে। তাই হটাৎ করে নোটবন্দির সিদ্ধান্ত সম্পূর্ণ অগনতান্ত্রিক ছিল বলে মন্তব্য করেন ডেনিয়েল লাংথাসা। এদিন সাংবাদিক সন্মেলনে অনান্যদের মধ্যে উপস্থিত জেলা কংগ্রেসের উপ-সভাপতি ওভাষ্টিং পাচুয়াং মায়ানন কেপ্রাই প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.