Header Ads

গৌহাটি হাইকোর্টে ছয় বিচারপতির শপথ গ্রহণ

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গৌহাটি হাইকোর্টে সোমবার সকালে ছয় জন বিচারপতি শপথগ্রহণ করেন। বিচারপতি হিসেবে শপথ নেন অচিন্ত মল্ল বুজরবড়ুয়া, প্রশান্ত কুমার ডেকা, কল্যাণ রাই সুরানা, নেলসন সাইলো, অজিত বর ঠাকুর এবং মানস রঞ্জন পাঠক। মুখ্য বিচারপতি এএস বোপান্না তাঁদের শপথ বাক্য পাঠ করান। এদিন হাইকোর্টের পুরোনো ভবনে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে এই ছয় বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানো হয়। প্ৰসঙ্গত, এরআগে এই ছয় বিচারপতি গৌহাটি হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। সোমবার থেকে এই ছয় বিচারপতিকে স্থায়ীভাবে নিযুক্তি দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.