করিমগঞ্জ রেল স্টেশনে উদ্ধার নেশা জাতীয় ট্যাবলেট
শীৰ্ষেন্দু সী, করিমগঞ্জঃ করিমগঞ্জ রেল স্টেশনে সোমবার নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার হয়। যার মূল্য প্ৰায় ১৪ কোটি টাকা। শিলচর-আগরতলা যাত্ৰীবাহি ট্ৰেন থেকে জিআরপিএফ বিপুল পরিমাণের এই নেশাজাতীয় ট্যাবলেটগুলি উদ্ধার করে। নিয়মিত তল্লাশি চালানোর সময় মালিক ছাড়া দুটি ব্যাগ চোখে পড়ে জিআরপিএফ বাহিনীর। সেই ব্যাগের ভিতর ২৮টি প্যাকেটে ছিল ওই ট্যাবলেটগুলি। একেকটি প্যাকেটে ১ লক্ষ ৮০ হাজার ট্যাবলেট ছিল।










কোন মন্তব্য নেই