Header Ads

অসম রাজ্যে বিমুদ্ৰাকরণের প্ৰতিবাদে কংগ্ৰেসের রিজাৰ্ভ ব্যাঙ্ক ঘেরাও, রিপুন, দেবব্ৰত, রকিবুল প্ৰমুখ গ্ৰেফতার

গণতান্ত্ৰিক আন্দোলনের কণ্ঠ রোধ করতে চাইছে বিজেপি সরকারঃ রিপুন

গুয়াহাটিঃ দেশের অৰ্থনীতি ভেঙে চুরমার করা বিধ্বংসী বিমুদ্ৰাকরণের অভিযোগ তুলে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি আজ গুয়াহাটি রিজাৰ্ভ ব্যাঙ্কের সামনে প্ৰতিবাদি কৰ্মসূচী পালন করে। বিমুদ্ৰাকরণের দুবছর পূৰ্তি উপলক্ষ্যে কংগ্ৰেসের নেতারা অভিযোগ করেছেন, বিমুদ্ৰাকরণ এক পরিকল্পিত লুট, সাধারণ জনতাকে চূড়ান্ত হেনস্থা করেছে বিমুদ্ৰাকরণ। দেশের অৰ্থনীতি অবস্থা ভেঙে পড়েছে। ‘চৌকিদার হলেন ভাগিদার', কেন্দ্ৰের স্বৈরাচারী সরকারকে ধিক্কার প্ৰভৃতি শ্লোগান তুলে কংগ্ৰেসের প্ৰতিবাদি মিছিল। মিছিলে কয়েক শো কংগ্ৰেস সদস্য অংশগ্ৰহণ করেছিল। রিজাৰ্ভ ব্যাঙ্ক ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাদের গ্ৰেফতার করে। প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা, বিরোধী দলপতি দেবব্ৰত শইকিয়া, উপ-দলপতি রকিবুল হোসেন প্ৰমুখ শতাধিক কংগ্ৰেস নেতাকে আটক করে পুলিশ। তাদেরকে পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। গ্ৰেফতার করার পর তাদেরকে লক্ষীধর বরা ক্ষেত্ৰে দীৰ্ঘ সময় আটক করে রাখা হয়। প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরার নেতৃত্বে এই প্ৰতিবাদি কৰ্মসূচীতে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ, সাংসদ গৌরব গগৈ, ওয়াজেদ আলী চৌধুরী, দুৰ্লভ চমুয়া, অপুৰ্ব কুমার ভট্টাচাৰ্য, দ্বিজেন শৰ্মা, প্ৰাক্তন সাংসদ বলিন কুলি, কিশোর ভট্টাচাৰ্যসহ সিনিয়র কংগ্ৰেস নেতারা অংশ গ্ৰহণ করেন। তরুণ গগৈ অভিযোগ করেন, প্ৰধানমন্ত্ৰীর বিমুদ্ৰাকরণ পুরপুরিভাবে ব্যৰ্থ হয়েছে, রাজ্যের বিজেপি সরকার মানুষের আশা-আকাংক্ষা পূরণ করতে ব্যৰ্থ হয়েছে। সভাপতি রিপুন বরা অভিযোগ করেন, গণতান্ত্ৰিক আন্দোলনের কণ্ঠ রোধ করতে চাইছে এই সরকার। প্ৰতিবাদি কণ্ঠকে ভয় পায়। রকিবুল বলেন, রাজ্যে জনবিরোধী সরকার, আগামী পঞ্চায়েত নিৰ্বাচনে বিজেপি ধরাশায়ী হবে। সাংসদ গৌরব গগৈ অভিযোগ করেন, চা বাগনগুলিতে যা কিছু উন্নতি হয়েছিল তাদের সময়ে, চা শ্ৰমিকদের ব্যাঙ্ক একাউণ্টে ৫ হাজার টাকা করে জমা দেওয়ার প্ৰতিশ্ৰুতি রক্ষা করতে পারছে না বিজেপি সরকার। চা বাগান এটিএমগুলিতে টাকায় নেই। অথচ বিমুদ্ৰাকরণের আগের দিন বিজেপি সভাপতি অমিত শাহ আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সেই ব্যাঙ্কে ৭০০ কোটি টাকা জমা পরে। বিরোধী দলপতি দেবব্ৰত শইকিয়া অভিযোগ করেন, বিমুদ্ৰাকরণের দুবছর হয়ে গেল অথচ আম জনতার অবস্থা ভালো হল না। তিনি জানান, আগামী পঞ্চায়েত নিৰ্বাচনে কংগ্ৰেস প্ৰতিটি আসনে প্ৰাৰ্থী দেবে এবং জয়লাভ করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.