সাম্প্ৰদায়িক সম্প্ৰীতির অনন্য উদাহরণ জরুর গ্ৰাম
ছবিঃ জয়শ্ৰী মজুমদার ভট্টাচাৰ্য
নয়া ঠাহর প্ৰতিবেদন, মুৰ্শিদাবাদঃ সাম্প্ৰদায়িক সম্প্ৰীতির অনন্য উদাহরণ চোখে পড়ল পশ্চিমবঙ্গের মুৰ্শিদাবাদ জেলার জরুর গ্ৰামে। রাষ্ট্ৰপতি প্ৰণব মুখোপাধ্যায়ের নিৰ্বাচন কেন্দ্ৰ জঙ্গিপুর। তারই অধীনে রঘুনাথগঞ্জ থানার অন্তৰ্গত অনগ্ৰসর গ্ৰাম হচ্ছে জরুর। এই গ্ৰামে যে বামকালীর পুজো হয় তা ৩০০ বছরের পুরনো। এলাকায় প্ৰবীণদের মুখে শোনা যায় একটা সময় নাকি এই গ্ৰামে মুসলমান, বদ্যি এবং কামার সম্প্ৰদায়ের কয়েকটি ছেলেপুলে খেলতে খেলতে একটি কালী মুৰ্তি তৈরি করেছিল। তা ওরা ভুল করে কালী মায়ের বাম চরণ আগের দিকে দিয়ে ফেলেছিল। সেই থেকেই এই গ্ৰামের কালীর নাম বামকালী হিসেবে সৰ্বজন পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, এই বামকালী খুবই জাগ্ৰত। একবার এই কালীর মুখ দেখলে খুবই পুণ্যি হয়। মনোস্কামনা পূৰ্ণ হয়। এখনও চিরাচরিতভাবে এইগ্ৰামে বামকালীর পুজোয় প্ৰদীপের সলতে টা দিয়ে আসছে মুসলমান সম্প্ৰদায়ের মানুষ। বলির জন্য পাঠা, খাসী অথবা কুমরো দিয়ে আসছে কামার সম্প্ৰদায়ের মানুষ। পুজোর আয়োজন করে আসছে বদ্যি সম্প্ৰদায়ের মানুষ। সাম্প্ৰদায়িক সম্প্ৰীতির অনন্য উদাহরণ হচ্ছে এই গ্ৰাম। পরবৰ্তীকালে রাষ্ট্ৰপতির অনুমোদনে এই গ্ৰাম নিৰ্মল গ্ৰাম হিসেবে পরিচিতি পায়। স্থানীয় রায় পরিবারের উদ্যোগে এখনও পুরনো রীতিনীতি মেনেই বামকালী পুজিতা হয়ে আসছেন।
তথ্যসূত্ৰঃ পূৰ্ণীমা মজুমদার
কোন মন্তব্য নেই