অবশেষে তালা খুললো অ্যাকোল্যান্ডের
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ অবশেষে তালা খুলল অ্যাকোল্যান্ডের। মহানগরের রানিতে অবস্থিত অ্যামিউজমেন্ট পার্ক গত চার মাস ধরে বন্ধ ছিল। পাৰ্কের জল অপরিষ্কার এবং বিজ্ঞানসম্মত না হওয়ায় মাস চারেক আগে প্রশাসনের পক্ষ থেকে পাৰ্কটির গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পাৰ্কের জলে স্নান করার পর অনেকেই গুরুতর চর্ম রোগের শিকার হয়েছেন। বেশ কয়েকটি অভিযোগ আসার পরেই স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল পার্কটি। অবশেষে পাৰ্কের কর্তৃপক্ষ প্রশাসনের নিয়ম অনুযায়ী প্রায় চার মাস ধরে পার্কের জল পরিষ্কার এবং গোটা পার্কটিকে পরিষ্কার করে পুরো পার্কটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছেন। পাৰ্কটির জল পুনরায় পরীক্ষা করার পর বুধবার জেলা কমিশনারের নির্দেশে রঞ্জিত কোয়ার তালা খুলে দেন। আগামী ৯০ দিনের মধ্যে ফের একবার পরীক্ষা করা হবে জলের নমুনা। যদি জলের নমুনায় অপরিষ্কার কিছু পাওয়া যায় তাহলে ফের ঝোলানো হবে তালা অ্যাকোলেন্ডে। তবে আপাতত, উত্তর-পূর্বাঞ্চলের লোকেদের কোয়ালিটি টাইম কাটাতে সেখানে যেতে আর বাধা নেই।









কোন মন্তব্য নেই