Header Ads

ইতালিতে চার হাত এক করলেন রণবীর-দীপিকা

মুম্বইঃ বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন এবং রণবীর সিং বলে কথা। স্বাভাবিকভাবেই তাঁদের বিয়ের দিকে তো সকলের নজর থাকবেই। বুধবার ইতালির লেক কোমোতে চার হাত এক করলেন বলিউডের জনপ্ৰিয় এই দুই তারকা। তবে পাত্ৰপাত্ৰী তাঁদের বিয়ের কোনও ছবি সংবাদ মাধ্যমে এখনও অবধি শেয়ার করেননি। পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্ৰিত অতিথিরাও যাতে ছবি শেয়ার করতে না পারেন তার জন্য মোবাইল এবং ক্যামেরার স্ক্ৰিনেও নাকি টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। বুধবার কোঙ্কনি মতে বিয়ে হয়েছে এই জুটির। বৃহস্পতিবার সিন্ধ্ৰি মতে বিয়ে করছেন তাঁরা। বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একটা বড় অংশ। দীপিকা-রণবীর তাঁদের বিয়েতে আমন্ত্ৰিত অতিথিদের অনুরোধ করেছেন, তাঁদের কোনও উপহার দিতে চাইলে তা যেন নিৰ্দিষ্ট কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থায় দেওয়া হয়। ওই সংস্থাগুলির সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত রয়েছেন এই জুটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.