Header Ads

আগামী ৩০ ডিসেম্বরই বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে


ঢাকাঃ ৩০ ডিসেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন আর পেছানোর সুযোগ নেই। ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবির বিষয়টি পর্যালোচনা করে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি)। প্ৰসঙ্গত, গত সপ্তাহে ইসি ভোট ২৩ ডিসেম্বর হবে বলে ঘোষণা করেছিল। তাতে বাধ সেধেছিল বিরোধী দল জাতীয় ঐক্য ফ্ৰন্ট (এনইউএফ)। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ মাধ্যমকে জানান, নির্বাচন কমিশন জাতীয় ঐক্য ফ্রন্টের দাবিগুলো পর্যালোচনা করেছে। কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আগামী মাসে বেশ কিছু আইনি এবং সাংবিধানিক বিষয় রয়েছে। তাই হাতে যথেষ্ট সময় নিয়ে কাজ শুরু করতে হবে। কোথাও পুনর্নির্বাচন বা উপনির্বাচন বা তদন্ত করার প্রয়োজন হতে পারে। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ, নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়ও রয়েছে। তাই সবদিক বিবেচনা ও চুলচেরা বিশ্লেষণ করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ৩০ ডিসেম্বরের পরে নির্বাচন পেছানো যথেষ্ট যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত হবে না। নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.