Header Ads

মাওবাদীদের আতঙ্ক নিয়েই ছত্তীসগঢ়ের ১৮ আসনে চলে প্ৰথম দফার ভোটগ্রহণ পৰ্ব

ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, রায়পুরঃ একের পর এক বিস্ফোরণ, আইইডি উদ্ধার, ৫৩টি বুথে ইভিএম কাজ না করার মতো ঘটনার মধ্যেও ছত্তীসগঢ়ের ১৮ আসনে চলে ভোটগ্রহণ। বেলা একটা পর্যন্ত ওইসব আসনে ভোট পড়েছে ২৫.১৫ শতাংশ। ২০১৩ সালে রাজ্যে প্রথম দফায় ভোট পড়েছিল ৭৬ শতাংশ। ফলে সেই অঙ্ক থেকে এখনও অনেক দূরে ভোটপড়ার হার। দান্তেওয়াড়া ও সুকমায় সোমবার তাদের উপস্থিতি জানিয়ে দিয়েছে মাওবাদীরা। এদিন সাতসকালেই বিস্ফোরণে কেঁপে ওঠে দান্তেওয়াড়া। কাটেকল্যাণ ব্লকের টুমাকপাল ক্যাম্পের কাছে ওই বিস্ফেরণটি ঘটে। এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা কেটে দেওয়া হয়। এর পরই এলাকায় তল্লাশিতে নামে নিরাপত্তা বাহিনী। সুকমার কোন্টা বান্দায় একটি বুথের কাছে সিআরপিএফ ৩টি আইইডি উদ্ধার করেছে। পরে সেগুলি নিষ্কৃয় করার চেষ্টা করা হয় বোম ডিসপোসাল স্কোয়াডদের দিয়ে। তবে তার মধ্যেও থামে নি ভোটদান পৰ্ব। গাছের নিচেই তৈরি হয়েছে অস্থায়ী বুথ। দান্তেওয়াড়ায় বহু মানুষ ঘর থেকে না বেরোলেও ভোটের লাইনে ভোটারদের উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ভোটদানের লাইনে দেখা গিয়েছে শারীরিক প্রতিবন্ধী ও বৃদ্ধাদেরও। সুকমার কিস্টারাম, পালেম, বেজিতে ভোটদান চলে নির্বঘ্নে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষের দাবি রাজ্যের ১০০ শতাংশ বুথেই ঠিকঠাক ভোটদানপর্ব চলে। তবে মোট ৪৩৩৬টি বুথের মধ্যে ৫৩টি বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোটদান শুরু করতে দেরি হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.