Header Ads

প্ৰয়াত সাহিত্যচাৰ্য ড০ প্ৰমোদ চন্দ্ৰ ভট্টাচাৰ্য


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ প্ৰয়াত সাহিত্যচাৰ্য ড০ প্ৰমোদ চন্দ্ৰ ভট্টাচাৰ্য। শ্বাসপ্ৰশ্বাস এবং বাৰ্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে সোমবার ভোররাত ৪টে ৪০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বিশিষ্ট এই গবেষকের মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। রাজ্য পৰ্যায়ের মৰ্যাদার সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করার নিৰ্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী সনোয়াল। অসম সাহিত্য সভার পক্ষ থেকেও শোক প্ৰকাশ করা হয়েছে তাঁর মৃত্যুতে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.