Header Ads

২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

ছবি, সৌঃ ইন্ডিয়ান এক্সপ্ৰেস
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ শুরু হল ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বেলে, ফুল ছড়িয়ে উদ্ধোধন হয় চলচ্চিত্র উৎসব। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্ৰসেনজিৎ চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান। গোটা ব্যবস্থার তদারকিতে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়াহিদা রহমান, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বজিত্ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, জয়া বচ্চন, মহেশ ভট্ট, নন্দিতা দাস, ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদির হাতে তুলে দেওয়া হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বিশেষ ট্রফি। এদিন উৎসবে দেখা যায় মিমি, নুসরত জাহান, প্ৰিয়াঙ্কা সরকার, কোয়েল মল্লিক প্ৰমুখ অভিনেত্ৰীদেরও। উৎসবের মঞ্চে বক্তব্য রাখেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ওয়াহিদা রহমান, চিত্ৰ নিৰ্মাতা মহেশ ভাট, ইরানের বিখ্যাত পরিচালক মজিদ মাজিদি, বাংলা থেকে প্ৰসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্ৰ চট্টোপাধ্যায় প্ৰমুখ। বক্তব্য রাখতে গিয়ে এদিন আবেগতাড়িত হয়ে পড়েন প্ৰবীণ অভিনেত্ৰী ওয়াহিদা রহমান। সত্যজিৎ রায়ের 'অভিজান' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁর অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। সঙ্গে বাংলা ছবির শ্যুটিংয়ের কথা শেয়ার করেন ওয়াহিদা রেহমান। পাশাপাশি তপন সিনহা, অপর্ণা সেনের (১৫ পার্ক অ্যাভিনিউ) মতো বাঙালি পরিচালকের ছবিতে কাজ করার অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। এদিন বক্তব্যে সম্প্রীতির বার্তা দেন চলচ্চিত্ৰ নির্মাতা মহেশ ভাট। তিনি বলেন, সিনেমা কালেক্টিভ আর্ট। এদিন মজিদ মাজিদির বক্তব্যেও উঠে আসে সত্যজিৎ রায়ের কথা। চলচ্চিত্ৰ উৎসবের মঞ্চে দেখানো হয় শাহরুখ খানের আসন্ন ছবি ‘জিরো’র ট্ৰেলার। সব মিলিয়ে এদিন ঝলমলে পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.