Header Ads

কাকোপথারে আলফা(স্বাধীন)-এর লিংকম্যান আটক

ছবি, সৌঃ নিউজ১৮অসম
নয়া ঠাহর প্ৰতিবেদন, কাকোপথারঃ কাকোপথারে আলফা(স্বাধীন)-এর একজন লিংকম্যান আটক। ধৃতের নাম বরালী মণিকান্ত বরা। সেনার পঞ্জাব রেজিমেন্টের কাকোপথারে সেনার অভিযানে আটক হয় মণিকান্ত। তার কাছ থেকে চারটি অৰ্থদাবী চিঠি সমেত একটি মোবাইল হ্যান্ডসেট পাওয়া গিয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.